For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আড়াই বছর বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিয়ে নিল তৃণমূল কংগ্রেস

আড়াই বছর বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

বিগত আড়াই বছর ধরে বিজেপি এই গ্রাম পঞ্চায়েত তাদের দখলে রেখেছিল। পুরসভা নির্বাচনে আগেই কয়েকটি বুথ পৌরসভার অধীনে চলে আসার কারণেই আজ পুননির্বাচন হয়। সকাল থেকে চকভৃগু গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটি হয়। এই ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রধান পুননির্বাচনে জয়ী হলেন।

জয়ী তৃণমূল

জয়ী তৃণমূল

প্রধান হলেন তৃণমূলের পিটার বারুই। এদিন তৃণমূল জয়ী হওয়ার পর সবুজ আবীরে ছেয়ে যায় গোটা এলাকায়। ফাটানো হয় আতসবাজিও।

কঠিন লড়াই

কঠিন লড়াই

এই চকভৃগু গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত কার্যালয়ে ভোটাভুটির মধ্য দিয়ে পঞ্চায়েতের প্রধান নির্বাচন করা হয়। যদিও ভোটাভুটিতে ড্র হয়। পরে লটারির মধ্যদিয়ে তৃণমূলের পিটার বারুই জয়ী হয়।

লড়াইয়ের পর জয়

লড়াইয়ের পর জয়

প্রসঙ্গত, এই গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৭ টি বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি প্রাক্তন প্রধান পার্থ দাসেরও সংসদ পৌরসভার অন্তর্ভুক্ত হয়। তাই বাকি সাতজন সদস্যকে নিয়ে আজ পঞ্চায়েতে প্রধান গঠন করা হবে।

অভিযোগ-পাল্টা অভিযোগ

অভিযোগ-পাল্টা অভিযোগ

এদিন এক বাম সদস্য এই ভোটাভুটিতে অংশ গ্রহণ করেনি। অপরদিকে বিজেপি অভিযোগ করে আমাদের কোনো সমস্যাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনও ঘটনা এখানে ঘটেনি। পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। পঞ্চায়েতের পক্ষ থেকে সব দলকে খবর দেওয়া হয়ে ছিল।

English summary
TMC snatches Gram Panchayat in Balurghat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X