For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের ডাকে সাড়া ঘাসফুল শিবিরের, ভোটের মুখে বাংলা ছেড়ে দিল্লিমুখী তৃণমূল সাসংদরা

Google Oneindia Bengali News

আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বার দিল্লির সরকারের ক্ষমতা খর্ব করার জন্য কেন্দ্রের আনা বিল রুখতে রাজধানীতে ছুটলেন তৃণমূলের সাংসদরা৷ টুইটে এ কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷

লোকসভায় পাশ হয়েছে দিল্লি সরকার বিল

লোকসভায় পাশ হয়েছে দিল্লি সরকার বিল

লোকসভায় পাশ হয়ে গিয়েছে দ্য গর্ভমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১৷ কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিল দিল্লিতে নির্বাচিত সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করে দেবে৷ সরকারের একটি সূত্রের খবর, এই বিল আইনে পরিণত হলে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির সরকারকে লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে৷

দিল্লির উপর নিয়ন্ত্রণ আরোপ করার ছক

দিল্লির উপর নিয়ন্ত্রণ আরোপ করার ছক

বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির উপর আরও বেশি করে নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে৷ আর এই কাজ তারা সেখানকার লেফটেন্যান্ট গর্ভনরের মাধ্যমেই করতে চাইছে বলে বিরোধীদের দাবি৷ ইতিমধ্যেই এই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ তিনি এই নিয়ে সব অবিজেপি দলগুলিকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছিলেন৷ এ বার বিলটি রাজ্যসভায় পাশ হওয়া রুখতে দিল্লি ছুটে গেলেন তৃণমূলের সাংসদরা৷

দিল্লি সরকার বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা স্থগিত রাখার আর্জি

দিল্লি সরকার বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা স্থগিত রাখার আর্জি

বাংলা ও অন্যান্য রাজ্যের নির্বাচন শেষ না-হওয়া পর্যন্ত এই বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা স্থগিত রাখার আর্জি জানিয়ে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷ টুইটে তিনি একে, 'গণতন্ত্রের হৃদয়, সংবিধান ও সংসদে ছুরি চালানো'র তকমা দিয়েছেন৷

ডেরেকের টুইট

ডেরেকের টুইট

এদিন টুইটে ডেরেক লিখেছেন, 'পাঁচ রাজ্যে নির্বাচনের জন্য আর মাত্র দুই দিন বাকি৷ তবুও দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করতে যে বুলডোজার চালানো হচ্ছে, তা রুখতে তৃণমূলের রাজ্যসভার সাংসদরা দিল্লি উড়ে গিয়েছেন৷ এটা গণতন্ত্রের হৃদয়, সংবিধান ও সংসদে আরও একবার ছুরি দিয়ে আঘাত৷ সবচেয়ে খারাপ এটাই যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিল নিয়ে কিছু বলছেন না, ভোটভিক্ষা করছেন৷ এটাই নিষ্ঠুর পরিহাস৷'

বিল নিয়ে আলোচনার দাবি

বিল নিয়ে আলোচনার দাবি

রাজ্যের ভোটের আগে শনিবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে তৃণমূলের সাংসদদের পক্ষে হাজির হওয়া সম্ভব হবে না বলে চিঠিতে জানিয়েছিলেন ডেরেক৷ এই আইন তাড়াহুড়ো করে পাশ করালে তা খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে বলে জানিয়ে ডেরেক বলেছিলেন, 'এই বিল নিয়ে যখন অধিবেশনে আলোচনা হবে, তখন সংসদের প্রত্যেক সদস্যের এ ব্যাপারে মতামত জানানোর সুযোগ পাওয়া উচিত৷'

কাঁথিতে প্রচারে যাওয়া মোদীকে পায়ে হাত দিয়ে প্রণাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর

English summary
TMC's Rajya Sabha members rush to Delhi to stop GNCTD bill after Arvind Kejriwal's plea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X