For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাড়োয়ার বঙ্গধ্বনী যাত্রায় বিধায়ক হাজী নুরুল ইসলাম

হাড়োয়ার বঙ্গধ্বনী যাত্রায় বিধায়ক হাজী নুরুল ইসলাম

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বঙ্গধ্বনী যাত্রার মধ্য দিয়ে গত পাঁচ বছরের হাড়োয়ায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক হাজী নুরুল ইসলাম। পাশাপশি, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে এখনও পর্যন্ত কত মানুষ উপকৃত হয়েছেন তার খতিয়ান দেন বিধায়ক।

বঙ্গধ্বনী যাত্রা

বঙ্গধ্বনী যাত্রা

এদিন বঙ্গধ্বনী যাত্রা কর্মসূচিতে ২০২১ সালের ক্যালেন্ডার, সাথে উন্নয়নের রিপোর্ট কার্ড উদ্ধোধন করেন বিধায়ক হাজী নুরুল ইসলাম। হাড়োয়ার বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ, পরগনা জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বিমল মন্ডল সহ অন্যান্যরা।

রিপোর্ট কার্ড হাড়োয়ায়

রিপোর্ট কার্ড হাড়োয়ায়

এদিনের এই রিপোর্ট কার্ড হাড়োয়ায় গ্রামে গ্রামে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানান বিধায়ক। এবং রিপোর্ট দেখে মানুষের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি মানুষ তার অভিযোগ করতে পারেন।

 দুয়ারে সরকার প্রকল্পের ব্যাপক সাড়া

দুয়ারে সরকার প্রকল্পের ব্যাপক সাড়া

বিধায়ক আরও জানান, সম্প্রতি চালু হওয়া দুয়ারে সরকার প্রকল্পের ব্যাপক সাড়া পেয়েছে হাড়োয়াবাসীর কাছে। এক ছাতার তলায় সবরকম প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে মানুষ খুশি আনন্দ উৎসবের সঙ্গে সরকারি সুবিধা নিতে ফরম ফিলাপ করছেন।

প্রায় ২ কিলোমিটার পদযাত্রা

প্রায় ২ কিলোমিটার পদযাত্রা

একুশের নির্বাচন প্রচারে উন্নয়নকে হাতিয়ার করেই মানুষের দুয়ারে দুয়ারে যাবে বলে জানান বিধায়ক হাজী নুরুল ইসলাম।এদিন হাড়োয়ার বিডিও অফিস থেকে শুরু করে প্রায় ২ কিলোমিটার বিভিন্ন জায়গা পদযাত্রা করে বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড হাতে মানুষের কাছে তুলে ধরতে পদযাত্রা করেন বিধায়ক শহর ছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষ।

কৃষক আন্দোলনে খালিস্তানি 'গন্ধ'! সেনায় শিখ জওয়ানদের নিয়ে এনআইএ রিপোর্টের পর সরব আকালি দল কৃষক আন্দোলনে খালিস্তানি 'গন্ধ'! সেনায় শিখ জওয়ানদের নিয়ে এনআইএ রিপোর্টের পর সরব আকালি দল

English summary
TMC's Banga Dhani Yatra in Haroa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X