For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বড় ভাঙন! দলে দলে সদস্যদের যোগদানে পঞ্চায়েত ফের তৃণমূলের

লোকসভা নির্বাচনের পর রাজ্যে যে যে গেরুয়া ঝড় উঠেছিল, তাতে বেশ কিছু পঞ্চায়েত-পুরসভায় পালাবদল ঘটেছিল। তিনমাসেই সেই ঝড় স্তিমিত হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের পর রাজ্যে যে যে গেরুয়া ঝড় উঠেছিল, তাতে বেশ কিছু পঞ্চায়েত-পুরসভায় পালাবদল ঘটেছিল। তিনমাসেই সেই ঝড় স্তিমিত হয়ে গিয়েছে। ফের ঘরওয়াপসিতে তৃণমূল কংগ্রেস পুনর্দখল করছে পঞ্চায়েত-পুরসভাগুলি। সোমবার জলপাইগুড়ির নিশিগঞ্জ পঞ্চায়েতের ক্ষমতা ফিরে পেল তৃণমূল। বিজেপির হাত থেকে ফের পঞ্চায়েত এল তৃণমূলের দখলে।

তৃণমূলের কামব্যক

তৃণমূলের কামব্যক

বিজেপির একের পর এক ধাক্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তৃণমূলের। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তৃণমূল কংগ্রেস ভোট কৌশলী হিসেবে নিয়োগ করে প্রশান্ত কিশোরকে। তারপরই ভাঙন রোধ হয়। তৃণমূল আবার কামব্যক করতে শুরু করে। বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা তৃণমূলের দখলে আসতে থাকে।

পঞ্চায়েত পুনর্দখল

পঞ্চায়েত পুনর্দখল

তৃণমূল এখন বিজেপির হাত থেকে একের পর এক পঞ্চায়েত ছিনিয়ে নিতে শুরু করেছে। একইভাবে এদিন জলপাইগুড়ির নিশিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত ফিরে পায় তৃণমূল। প্রধান-সহ ১১ জন তৃণমূল সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ফলে পঞ্চায়েতে কর্তৃত্ব হারায় বিজেপি।

১১ জনে্র ঘরওয়াপসি

১১ জনে্র ঘরওয়াপসি

রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের হাত ধরে ১১ জনের ঘরওয়াপসি হয় তৃণমূলে। এই যোগদান সভায় উপস্তিত ঠিলেন তৃণমূল নেতা মোসলেম মিঞা, মোজাফ্ফর খান প্রমুখ। পঞ্চায়েত প্রধান নিরঞ্জন দাস-সহ ১১ জনের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা।

মানুষ মমতার সঙ্গে

মানুষ মমতার সঙ্গে

এই পঞ্চায়েত পুনর্দখল করে মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। জোর করে ভুল বুঝিয়ে এঁদের নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে। ভুল ভাভতেই তাঁরা ফের ফিরে এসেছেন নিজেদের ঘরে। ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন এঁরা।

বিজেপির বার্তা

বিজেপির বার্তা

বিজেপির পাল্টা দাবি, ভয় দেখিয়ে তৃণমূল তাঁদের দল ভাঙিয়ে নিয়ে গিয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিতেই তাঁরা দলবদল করতে বাধ্য হয়েছে। আগামী দিনে ভোট বাক্সেই এর প্রতিফলন মিলবে। ২০২১-এর ভোটেই পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি।

English summary
TMC regains panchayat after pradhan and members leaving BJP. 11 members leave BJP and join in TMC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X