For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলীয় নেত্রীকে অপদস্থ করতেই নারদ কাণ্ড, বলেছেন দলেরই এই সাংসদ, খবর ইডি সূত্রে

তৃণমূল সাংসদ কেডি সিং-এর দেওয়া বয়ানের ভিত্তিতেই আরও বিপাকে পড়তে চলেছেন নারদ কাণ্ডে অভিযুক্ত ১৩ জন

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল সাংসদ কেডি সিং-এর দেওয়া বয়ানের ভিত্তিতেই আরও বিপাকে পড়তে চলেছেন নারদ কাণ্ডে অভিযুক্ত ১৩ জন। দুর্নীতি নিরোধক আইন ছাড়াও বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার আমানতকারীদের টাকা ঘুর পথে আত্মসাৎ করার অভিযোগও আনা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে।

দলীয় নেত্রীকে অপদস্থ করতেই নারদ কাণ্ড, বলেছেন দলেরই এই সাংসদ, খবর ইডি সূত্রে

কলকাতায় ইডির যুগ্ম অধিকর্তা এসডি চাঁদের সঙ্গে দেখা করেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার। সঙ্গে আরও দুই প্রতিনিধিও ছিলেন। যুগ্ম অধিকর্তাকে স্মারকলিপি পেশ করে অমিতাভ মজুমদার নারদ কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি করেছেন। একইসঙ্গে নারদ কাণ্ডে অ্যালকেমিস্ট অর্থলগ্নি সংস্থার কর্ণধার তৃণমূল সাংসদ কেডি সিং-এর ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান। সূত্রের খবর, সেই সময় যুগ্ম অধিকর্তা ইঙ্গিত দেন, কিছুদিন আগেই ওই তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব করা হয়েছিল এবং সেই সময় কেডি সিং স্বীকার করেছেন, নারদ স্টিং অপারেশনের যাবতীয় খরচ তাঁর সংস্থা অ্যালকেমিস্টই বহন করেছে।

দলীয় নেত্রীকে অপদস্থ করতেই নারদ কাণ্ড, বলেছেন দলেরই এই সাংসদ, খবর ইডি সূত্রে

সূত্রের খবর, কেডি সিং-এর এই স্বীকারোক্তির পরেই নারদ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির আমানতকারীদের টাকা ঘুরপথে আত্মসাৎ করার নির্দিষ্ট অভিযোগ আনতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির যুগ্ম অধিকর্তা অবশ্য তদন্তে ঢিলেমির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার সারদা, রোজভ্যালিসহ বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির আমানতকারীদের আত্মসাতের তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন। ব্যবসায়ী, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী, সংবাদমাধ্যমের ২ জন মিলিয়ে ৩৯ জনের নামের তালিকা দিয়ে, তাঁদের বিরুদ্দে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

English summary
TMC mp KD Singh makes statement on Narad case, tells ED source
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X