For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসুরো বর্ষীয়ান তৃণমূল বিধায়ক! দলের নেতাদের বিরুদ্ধে এলাকার ক্ষতি করার অভিযোগ

আগামী বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না। আগেভাগে এমনটাই জানিয়ে দিলেন, তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক পরশ দত্ত। দলের কিছু নেতা তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর বিধানসভা এলাকার ক্ষতি করছেন, এমনটাও মন্তব্

  • |
Google Oneindia Bengali News

আগামী বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না। আগেভাগে এমনটাই জানিয়ে দিলেন, তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক পরশ দত্ত। দলের কিছু নেতা তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর বিধানসভা এলাকার ক্ষতি করছেন, এমনটাও মন্তব্য করেছেন পরশ দত্ত।

রাজ্যে নতুন বর্ণ পরিচয় তৈরি করেছে তৃণমূল! নবান্নকে জানালে পালিয়ে যেত জঙ্গিতে, খোঁচা সায়ন্তনেররাজ্যে নতুন বর্ণ পরিচয় তৈরি করেছে তৃণমূল! নবান্নকে জানালে পালিয়ে যেত জঙ্গিতে, খোঁচা সায়ন্তনের

 জগদ্দলের পরপর দুবারে বিধায়ক পরশ দত্ত

জগদ্দলের পরপর দুবারে বিধায়ক পরশ দত্ত

উত্তর ২৪ পরগনার পরপর দুবারের তৃণমূল বিধায়ক পরশ দত্ত। তাঁর নির্বাচনী এলাকার অধীনে শ্যামনগর এলাকায় বেশ কয়েকজন নেতা সম্পর্কে তিনি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন পরশ দত্ত।

বিস্তারিত এখনই নয়, দুর্গাপুজোর পরে

বিস্তারিত এখনই নয়, দুর্গাপুজোর পরে

তাঁর কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে, পরশ দত্ত বলেন, বিস্তারিত তিনি এখনই বলবেন না। দুর্গাপুজোর পরে নেতাদের কার্যকলাপ সম্পর্কে তিনি যা কিছু বলার বলবেন বলে জানিয়েছেন। যা বললেন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হবে বলে মনে করেন তিনি।

সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নয়

সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নয়

জেলা তৃণমূল নেতৃত্ব তাঁর অভিযোগের প্রতিকার করেনি বলে ইঙ্গিত করেছেন পরশ দত্ত। পাশাপাশি তানি জানিয়েছেন, সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা তাঁর নেই। তবে তৃণমূলের অনুগত সৈনিক হয়েই তিনি থাকবেন, বিজেপিতে যাবেন না।

২০০১-এ তৃণমূলে যোগ

২০০১-এ তৃণমূলে যোগ

বিজেপি নেতা হিসেবে পরিচয় থাকলেও ২০০১-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন এবং বেহালা পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

English summary
TMC MLA Parash Dutta says some party leaders harming his constituencies through their activities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X