For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কথা মতো কাজ না করার শাস্তি! রাস্তায় ফেলে আমলা পেটালেন তৃণমূল নেতা

নেতার মৌরসিপাট্টা বলবৎ হয়নি। তাই বৃদ্ধ আমলাকেও ছাড়লেন তৃণমূল নেতা। রাস্তায় ফেলে পেটালেন নিজের হাতেই।

  • |
Google Oneindia Bengali News

নেতার কথা মতো কাজ করেননি আমলা। তাই নিজে হাতেই তাঁর 'শাস্তি' বিধান করলেন তৃণমূল নেতা। রাস্তায় ফেলে পেটানো হল সরকারি অফিসারকে। তৃণমূল নেতার এই অপকীর্তির সাক্ষী রইল হুগলির গোঘাট। আশঙ্কাজনক অবস্থায় রঘুবাটি পঞ্চায়েতের রেভিনিউ ইন্সপেক্টর শিশির মুখোপাধ্যায় এখন হাসপাতালে চিকিৎসাধীন।

 হুগলিতে রাস্তায় ফেলে আমলা পেটালেন তৃণমূল নেতা

সরকারি অফিসার পেটানো অভিযুক্ত তৃণমূল নেতা বিজয় রায় ঘটনার পর থেকেই পলাতক। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। সরকারি অফিসারকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় দল চূড়ান্ত অস্বস্তিতে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনা নির্মম লজ্জার। যে নেতা এই অপকাণ্ড ঘটিয়েছে, তার শাস্তি হওয়া দরকার।

কয়েক মাস আগেই শিশিরবাবু রেভিনিউ ইন্সপেক্টর পদে অবসর নেন। কিন্তু বিএলআরও-র তরফে তাঁকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল কর্মী অভাবে। তাঁর কাছে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির ওই পূর্ত কর্মাধ্যক্ষ কিছু পছন্দের লোককে পাট্টা দেওয়ার আর্জি জানান। কিন্তু নেতার কথা মতো কাজ করেননি আমলা। তাই তার মাশুল গুণতে হল তাঁকে।

শুক্রবার অফিস থেকে ফেরার সময় তাঁর রাস্তা আটকান তৃণমূলের কর্মাধ্যক্ষ বিজয় রায়। তিনি জানতে চান কেন তাঁর কথা মতো কাজ হয়নি। তখন সরকারি অফিসার বলেন, 'ওই দায়িত্ব আমার নয়, বিএলআরও-র। তাই আমি কিছু জানি না।' এরপরই তাঁর উপর চড়াও হয়ে মারধর শুরু করেন নেতা। রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারা হয়। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোঘাট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বদলি করা হয় আরামবাগে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে ওই নেতার বিরুদ্ধে।

English summary
TMC leader beats a Government officer at Hoogly. The officer is punished for not doing the job according to leader.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X