For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে আসার জন্য ছটফট করছেন বিজেপি বিধায়ক, হিরণকে নিয়ে পাল্টা অজিতের

বিজেপি ছাড়ার জন্য মুখিয়ে আছেন হিরণ। তবে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে। পরামর্শ দিলেন অজিত।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ভাইরাল ছবি নিয়ে এখনও বিতর্ক চলছে সমানে। দাবি পাল্টা দাবি হয়েই চলেছে। শুক্রবার নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর শনিবার সাংবাদিক বৈঠক করে হিরণ জানান, ওই ছবি বিকৃত করা। আর পাল্টা অজিত মাইতি ফের বললেন ১০০ শতাংশ সত্যি ওই ছবি।

সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায় দলবদল করতে চলেছেন বলে জল্পনার পারদ চড়তে শুরু করে। প্রথমত অভিষেকের অফিসে দুই বিজেপি বিধায়ক সাক্ষাৎ করতে যান বলে খবর রটেছিল। তারপর হিরণ চট্টোপাধ্যায়ের টুইটার থেকে বিজেপি শব্দটা মুছে যাওয়ার পর তার বিতর্কিত ছবি সামনে আসে।

তৃণমূলে আসার জন্য ছটফট করছেন বিজেপি বিধায়ক, পাল্টা অজিতের

এবার হিরণ চট্টোপাধ্যায় নিজে সামনে এসে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিনে,. তিনি বিজেপিতেই আছে, বিজেপিতেই থাকবেন। ওই ছবি বিকৃত করে তৈরি করা হয়েছে। তারপর ফের ময়দানে নামেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। তিনি বলেন, ওই ছবি ১০০ শতাংশ সত্যি। হিরণ তৃণমূলে আসার জন্য ছটফট করছে।

এরপর হিরণের দাবি উড়িয়ে অজিত মাইতি তাঁকে অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, বিজেপি ছাড়ার জন্য মুখিয়ে আছেন হিরণ। তবে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনই তাঁকে বলে দিয়েছিলেন, এখনও যোগদান করানো যাবে না, তাঁকে অপেক্ষা করতে হবে।

অজিত মাইতি সাফ জানিয়ে দেন, হিরণ যে আমার সঙ্গে তৃণমূলের অফিসে এসেছিল, তা মিথ্যা নয়। আস যে ছবি প্রকাশ পেয়েছে তা ১০০ শতাংশ সত্যি। তাতে কোনও ভুল নেই। ওকে বলা হয়েছে তৃণমূলে ফিরতে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে। অজিতের দাবি, হিরণ তৃণমূলের কাছে নিজে এসেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।

এরপর অজিত মাইতি আরও বলেন, এরপরও যে হিরণ তৃণমূলে আসবে না, তা কে বলতে পারে। আমি নিশ্চিত করেই বলতে পারি ও আবার আমাদের দলে আসার চেষ্টা করবে। উল্লেখ্য, হিরণ চট্টোপাধ্যায় শুক্রবার শুভেন্দু অধিকারীর অফিসে যাওয়ার পর থেকেই জল্পনা ১৮০ ডিগ্রি ঘুরে যায়।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দুই বিজেপি বিধায়য়েক সাক্ষাৎ করতে আসা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। একটি ছবি ভাইরাল হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বিতর্কে ঘি ঢালেন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয় দলবদলের জল্পনা। তাঁর দলবদল নিয়ে জল্পনার মাঝেই এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজাম প্যালেসে গিয়ে দেখা করেন হিরণ। তারপর এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন তিনি বিজেপিতে ছিলেন বিজেপিতেই থাকছেন।

English summary
TMC leader Ajit Maity agains increases speculation with BJP MLA Hiran Chatterjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X