For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনাহূত দিব্যেন্দু, কাঁথিতে অভিষেকের সভায় আমন্ত্রণ শিশিরকে, শুভেন্দুকে প্যাঁচে ফেলতে কোন পথে তৃণমূল!

অনাহূত দিব্যেন্দু, কাঁথিতে অভিষেকের সভায় আমন্ত্রণ শিশিরকে, শুভেন্দুকে প্যাঁচে ফেলতে কোন পথে তৃণমূল!

Google Oneindia Bengali News

ব্রাত্য দিব্যেন্দু। কাঁথিতে অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হবে শিশির অধিকারীকে। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপে অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। অধিকারী পরিবারে সম্পর্কের ফাটল ধরাতেই এই কৌশল নিয়েছে শাসক দল এমনই মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে বিশেষ ভাবিত নন দিব্যেন্দু অধিকারী। তিনি সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন আমন্ত্রণ না পেলেও কিছু যায় আসে না। মোদীর সভায় অবশ্যে আগেই আমন্ত্রণ পেয়ে গিয়েছেন শিশির, দিব্যেন্দু। সেখানে যাওয়ার আগেই একসঙ্গে ৮টি পদ ছেড়েছেন তিনি।

কাঁথিতে অভিষেকের সভা

কাঁথিতে অভিষেকের সভা

এবার একেবারে শুভেন্দুর ডেরায় পা রাখতে চলেছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দল বদলের পর অভিষেরকই হয়ে উঠেছে তাঁর মূল টার্গেট। একের পর এক সভা থেকে অভিষেককে আক্রমণ করে তোলাবাজ ভাইপো বলেছেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর ডেরায় পা রেখে অভিষেক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শাসক দলের নেতা কর্মীরাও এই নিয়ে উৎসাহে ফুটছে।

শিশিরকে আমন্ত্রণ

শিশিরকে আমন্ত্রণ

অনেকটা অপ্রত্যাশিত ভাবেই অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে শিশির অধিকারীকে। গত কয়েক মাসে শিশির অধিকারীর সঙ্গেও দলের দূরত্ব তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরে দলের একাধিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পূর্ব মেদিনীপুরে দলনেত্রীর সভাতেও দেখা যায়নি শিশির অধিকারীকে। অভিষেকের সভায় অখিল গিরির যে গুরুত্ব থাকবেই তাতে কোনও সন্দেহ নেই। এরই মাঝে অখিল গিরির প্রবল প্রতিপক্ষ শিশিরকে আমন্ত্রণ জানানোর নেপথ্যে শাসক দলের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমন্ত্রণ পেলেন না দিব্যেন্দু

আমন্ত্রণ পেলেন না দিব্যেন্দু

গত কয়েকদিন ধরেই দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। তারপরেই ৮টি পদ থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন দিব্যেন্দু অধিকারী। তার সঙ্গে আবার দিব্যেন্দু অভিযোগ করেছেন তাঁর কাছে হুমকি দিয়ে ফোন আসছে। নন্দীগ্রাম, হলদিয়ায় পা রাখলেই মারধর করা হবে বলে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

শুভেন্দুই কি টার্গেট

শুভেন্দুই কি টার্গেট

কাঁথিতে অভিষেকের সভায় অধিকারী পরিবারকে নিয়ে এরকম দুরকম অবস্থানের নেপথ্যে একটিই উদ্দেশ্য কাজ করছে তিনি শুভেন্দু অধিকারী। অধিকারী পরিবারে বাবা-ছেলের সম্পর্কে ফাটল ধরাতেই তৃণমূল কংগ্রেসের এই সুকৌশলী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেওএখনও শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়ার কোনও কথা বলেননি। উল্টে তাঁরা জানিয়েছেন এখনও তাঁরা তৃণমূল কংগ্রেসেই রয়েছেন।

পাকিস্তানে ফের সার্জিকাল স্ট্রাইক, বালোচে জঙ্গি ডেরায় হানা, ছিনিয়ে আনা হল পণবন্দী জওয়ানদেরপাকিস্তানে ফের সার্জিকাল স্ট্রাইক, বালোচে জঙ্গি ডেরায় হানা, ছিনিয়ে আনা হল পণবন্দী জওয়ানদের

English summary
TMC invite Sisir Adhikari for Abhishek Banerjee's meeting at Kantai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X