For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবারতন্ত্র বহাল তৃণমূলে, বামেদের আস্থা হেরোতে, উলুবেড়িয়া-নোয়াপাড়া প্রার্থী কারা

উলুবেড়িয়া ও নোয়াপাড়াতেও চতুর্মুখী লড়াই আসন্ন। উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় তৃণমূল ভরসা রাখছে পরিবারতন্ত্রের উপর। আর বামেরা পুরনোদেরই ফের সুযোগ দিচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিল উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচনের। পাল্লা দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা বামেদেরও। সেইসঙ্গে ফের নির্ধারিত হয়ে গেল উলুবেড়িয়া ও নোয়াপাড়াতেও চতুর্মুখী লড়াই আসন্ন। উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় তৃণমূল ভরসা রাখছে পরিবারতন্ত্রের উপর। আর বামেরা পুরনোদেরই ফের সুযোগ দিচ্ছে।

পরিবারতন্ত্র বহাল তৃণমূলে, বামেদের আস্থা হেরোতে, উলুবেড়িয়া-নোয়াপাড়া প্রার্থী কারা

[আরও পড়ুন:ব্যবহার হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেন মমতা! মুকুল-বাণে বিদ্ধ হলেন নেত্রী][আরও পড়ুন:ব্যবহার হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেন মমতা! মুকুল-বাণে বিদ্ধ হলেন নেত্রী]

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকে। আর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী করা হচ্ছে সুনীল সিংকে। তিনি আবার বিধায়ক অর্জুন সিংয়ের আত্মীয়। এই দুই কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পরিবারতন্ত্র বহাল তৃণমূলে, বামেদের আস্থা হেরোতে, উলুবেড়িয়া-নোয়াপাড়া প্রার্থী কারা

পরিবারতন্ত্র বহাল তৃণমূলে, বামেদের আস্থা হেরোতে, উলুবেড়িয়া-নোয়াপাড়া প্রার্থী কারা

[আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ইতিহাসই ভরসা সিপিএমের! মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা ][আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ইতিহাসই ভরসা সিপিএমের! মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা ]

উল্লেখ্য এই দুই কেন্দ্রেই পুনরায় ভোট হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়াণে। উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদের প্রয়াণে কেন্দ্রটি ফাঁকা হয়। সুলতানের জায়গায় তাঁর স্ত্রীকে প্রার্থী করা হচ্ছে। আর নোয়াপাড়ায় কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের প্রয়াণে ভোট হচ্ছে। এখানে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে অর্জুন সিংয়ের আত্নীয়কে। উল্লেখ্য, নোয়াপাড়ায় ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিংকেই। সুনীল সিংয়ের আরও একটা পরিচয় রয়েছে। তিনি গারুলিয়া পুরসভার চেযারম্যান।

পরিবারতন্ত্র বহাল তৃণমূলে, বামেদের আস্থা হেরোতে, উলুবেড়িয়া-নোয়াপাড়া প্রার্থী কারা

[আরও পড়ুন:তৃণমূল ছাড়ার হিড়িক জলপাইগুড়িতে, কারা ধরলেন মুকুলের হাত, কারা অপেক্ষায়][আরও পড়ুন:তৃণমূল ছাড়ার হিড়িক জলপাইগুড়িতে, কারা ধরলেন মুকুলের হাত, কারা অপেক্ষায়]

এর আগে সবং উপনির্বাচনেও পরিবারতন্ত্রের উপর ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানস-পত্নী গীতারানি ভুঁইয়াকে দলের টিকিট দিয়েছিলেন। তিনি রেকর্ড জয় এনে দিয়েছেন। বিজেপির যাবতীয় প্রচারকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন তিনি। বিজেপি ভোট বাড়ালেও হালে পানি পায়নি। জয়েরক ব্যবধান বাড়িয়ে নিকটতম সিপিএম প্রার্থীকে গীতারানি হারান ৬৪ হাজারের বেশি ভোটে। এবারও সেই একইমন্ত্রে দুই কেন্দ্রে তৃণমূল জয়ী হবে বলে মনে করছে দল।

পরিবারতন্ত্র বহাল তৃণমূলে, বামেদের আস্থা হেরোতে, উলুবেড়িয়া-নোয়াপাড়া প্রার্থী কারা

[আরও পড়ুন:পথে এবার নামো সাথী..., 'পথ-যোগদানে' জন-জাগরণের অভিনব পরিকল্পনা মুকুলের][আরও পড়ুন:পথে এবার নামো সাথী..., 'পথ-যোগদানে' জন-জাগরণের অভিনব পরিকল্পনা মুকুলের]

এদিকে বামফ্রন্টের প্রার্থীও এদিন ঘোষণা করা হয়। উলুবেড়িয়ায় বামেরা ভরসা রেখেছেন তরুণ-তুর্তি সাবিরউদ্দিন মোল্লার উপর। সাবির গতবার সুলতানের কাছে গোহারা হন। আর নোয়াপাড়ায় গতবার বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ছিলেন কংগ্রেসের মধুসূদন ঘোষ। তবে বামেরা এবার আলাদা লড়ার বার্তা দিয়ে প্রার্থী করল গার্গী চট্টোপাধ্যায়কে। গার্গীদেবী গতবার নৈহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন। এবার কংগ্রেস ও বিজেপি কাদের প্রার্থী করে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

English summary
TMC and CPM announce candidate’s name of Uluberia and Noapara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X