For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ কি পারবে শীতের ১৪ বছরের রেকর্ড ভাঙতে, কী বলছে হাওয়া অফিস

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের আরও বেশ কয়েকদিন এধরনের তাপমাত্রা বজায় থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের আরও বেশ কয়েকদিন এধরনের তাপমাত্রা বজায় থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

২০১৮ কি পারবে শীতের ১৪ বছরের রেকর্ড ভাঙতে, কী বলছে হাওয়া অফিস

বুধবারের থেকে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বাড়ল। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা সামান্য বেড়ে হয় ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ বছর পর শীতের এমন ঝোড়ো ইনিংস দেখা যাচ্ছে। এবছর বৃহস্পতিবার নিয়ে টানা সাতদিন তাপমাত্রা থাকল ১২ ডিগ্রির নিচে। এর আগে ২০০৩ সালে টানা ১২ দিন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নিচে। ২০০৪ সালে টানা দশদিন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নিচে।

আবহাওয়া দফতরের অনুমান ২০১৮ সালও ২০০৩ কিংবা ২০০৪ সালকে অনুসরণ করতে চলেছে। বলা চলে এবারের শীতের স্পেলও বড় হতে চলেছে। সাধারণত শীতের স্পেল থাকে ৪ থেকে ৫ দিনের। কিন্তু সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। কলকাতার, হাওড়া, হুগলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলছে কিংবা তার সতর্কতা জারি করা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে চলছে কোল্ড ডে পরিস্থিতি। কুয়াশায় আচ্ছন্ন থাকছে দিনের বেলাও।

২০১৮ কি পারবে শীতের ১৪ বছরের রেকর্ড ভাঙতে, কী বলছে হাওয়া অফিস

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং ২ ডিগ্রি
  • জলপাইগুড়ি ৮ ডিগ্রি
  • আলিপুরদুয়ার ৯ ডিগ্রি
  • কোচবিহার ১১ ডিগ্রি
  • রায়গঞ্জ ৭ ডিগ্রি
  • বালুরঘাট ৮ ডিগ্রি
  • মালদহ ৮ ডিগ্রি
  • সিউড়ি ৮ ডিগ্রি
  • বহরমপুর ৮ ডিগ্রি
  • কৃষ্ণনগর ১০ ডিগ্রি
  • পুরুলিয়া ৬ ডিগ্রি
  • বাঁকুড়া ৯ ডিগ্রি
  • মেদিনীপুর ৯ ডিগ্রি
English summary
Temperature of Kolkata is under 12 degree continuously for 7 days. Weather office predicts it will continue for some more days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X