For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই মহালয়া, তার আগে দেখে নিন কোন বাংলা চ্যানেলে কে হলেন দুর্গা

আর কয়েক ঘণ্টা পরেই মহালয়া। বলতে গেলে পুজোর শুরু। এরপর থেকেই কলকাতাজুড়ে শুরু হবে পুজো উদ্বোধনের হিড়িক।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

মহালয়া মানেই ভালো করে দম কষা ঘড়িতে অ্য়ালার্ম দিয়ে রাখা। ঘড়ির কাঁটা চারটে ছুঁলেই রেডিও-র নবে হাত। এরপরই বেজে উঠত - বীরকষ্ণ ভদ্রের কন্ঠে 'আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির...'। কিন্তু, টেলিভিশন আর এফএম চ্যানেলের দাপটে এখন রেডিও-তে মহালয়া শোনার চল অনেকটাই কমে গিয়েছে।

রাত পোহালেই মহালয়া, তার আগে দেখে নিন কোন বাংলা চ্যানেলে কে হলেন দুর্গা


ভোর চারটায় নয়, অধিকাংশ বাংলা বিনোদন টেলিভিশন চ্যানেলগুলি আরও এক ঘণ্টা পিছিয়ে তাদের মহালয়া শো শুরু করছে। যেমন জি-বাংলায় এবার মহালয়ার শো শুরু হবে ভোর পাঁচটায়। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'রূপং দেহি জয়ং দেহি'। এতে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

রাত পোহালেই মহালয়া, তার আগে দেখে নিন কোন বাংলা চ্যানেলে কে হলেন দুর্গা



স্টাল জলসাতেও মহালয়ার অনুষ্ঠান শুরু হবে ভোর ৫টায়। 'জগৎ জননী দুর্গা' নামে এই বিশেষ নিবেদনে দুর্গা চরিত্রে আছেন সন্দীপ্তা।

রাত পোহালেই মহালয়া, তার আগে দেখে নিন কোন বাংলা চ্যানেলে কে হলেন দুর্গা

কালার্স বাংলাতেও এবার দেখানো হবে মহালয়া উপলক্ষে মহিসাসুর মর্দিনী। যদিও, চ্যানেল কর্তৃপক্ষ পুরো বিষয়টি বেশ সাসপেন্সে রেখেছেন। এই চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে দুর্গার চরিত্রে রয়েছেন রণিতা দাস।

রাত পোহালেই মহালয়া, তার আগে দেখে নিন কোন বাংলা চ্যানেলে কে হলেন দুর্গা

তবে, মহালয়ার পূর্ণলগ্নে একটু ভিন্ন পথেই এবার হেঁটেছে আকাশ আট। মহালয়ায় মহিসাসুর মর্দিনী কোনও অনুষ্ঠান তারা করছে না। বদলে সোমবার রাত ৮টা থেকে তাঁরা শুরু করেছে এক বিশেষ মহালয়া সন্ধ্যা। যা চলবে ১৯ তারিখ সকাল পর্যন্ত। এই অনুষ্ঠান মুখরিত হবে গান থেকে শুরু করে ভাষ্য পাঠে। রাতভর এই অনুষ্ঠানে থাকছেন হৈমন্তী শুক্লা থেকে শুরু করে মনোময় ভট্টাচার্য-সহ এক ঝাঁক পুরনো এবং নবীন শিল্পীদের দল।

রাত পোহালেই মহালয়া, তার আগে দেখে নিন কোন বাংলা চ্যানেলে কে হলেন দুর্গা


English summary
Durga puja is informally starting on Tuesday. Because that day is Mahallya, one of the primary custom of Durga Puja. Artisian draws the eye of the idol on this day. This ritual is called as Bodhan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X