For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গো-পাচার থেকে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে! বোমা ফাটালেন শুভেন্দু

‘শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ' তৈরি নিয়ে বিতর্ক। কলেজ তৈরির অনুমতি দেবেন না! সেই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে নয়া রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। এই প্রস

  • |
Google Oneindia Bengali News

'শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ' তৈরি নিয়ে বিতর্ক। কলেজ তৈরির অনুমতি দেবেন না! সেই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে নয়া রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, ওই মেডিক্যাল কলেজ তৈরিতে অনুব্রত মন্ডলের হাত রয়েছে।

বোমা ফাটালেন শুভেন্দু

উল্লেখ্য, 'স্বাধীন' নামে একটি বেসরকারি সংস্থা শান্তিনিকেতনে হাসপাতাল তৈরি করছে। আর এখানেই আপত্তি শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অঙ্গুলি হেলনে সমস্ত কাজ হচ্ছে। অনুব্রত মন্ডলকে অসৎ বলেও চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে তৃনমুলের তরফে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন। আর রাজনীতির জন্যে এই সমস্ত মিথ্যা অভিযোগ করছে বলেও দাবি শাসকদল তৃণমূলের। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁরা এই হাসপাতালটি তৈরি করছে।

এতে অনুব্রত মন্ডলের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল নেতার। ইচ্ছাকৃত ভাবে অনুব্রত মন্ডলের নাম কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। তবে এই বিষয়টিকে নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বীরভূমের বেতাজ বাদশা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অনুব্রত মন্ডলকে অসৎ বলার পাশাপাশি একাধিক বিষয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, গো-পাচার থেকে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক সংস্থা তদন্ত করছে বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর।

তাঁর দাবি, অন্য সংস্থার নাম থাকলেও এর পিছনে রয়েছেন অনুব্রত। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে লেখা চিঠিতে একাধিক অভিযোগ তুলে ধরেছেন শুভেন্দু আধিকারী। তাঁর আর্জি, ওই মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও যেন তা পুনর্বিবেচনা করে স্বাস্থ্যমন্ত্রক।

উল্লেখ্য, এই হাসপাতালের পরিকাঠামো ইতিমধ্যে ঘিরে দেখে গিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকরা। হয়তো খুব শীঘ্র এই সংক্রান্ত সবুজ সঙ্কেত দিতে পারে কেন্দ্র। কিন্তু এখানেই কেন্দ্রকে আরও একবার ভেবে দেখার আরজি জানিয়েছেন বিরোধী দলনেতা। যদিও এই চিঠির বিষয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

যদিও শেষমেশ 'শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ' তৈরিতে কেন্দ্র সবুজ সঙ্কেত দেয় কিনা সেদিকে নজর সবার।

উল্লেখ্য শুভেন্দুর দলবদলের পর থেকে একাধিকবার তাঁকে আক্রমণ শানিয়েছেন অনুব্রত মন্ডল। এমনকি নন্দীগ্রাম ইস্যুতেও অধিকারী পরিবারকে একহাত নিয়েছেন তিনি। যদিও পাল্টা শুভেন্দুও নানা ভাবে কেষ্ট মন্ডলকে আক্রমণ করেছেন। তবে এইবার মেডিক্যাল কলেজ নিয়ে নয়া মাত্রা পেয়েছে।

English summary
Suvendu adhikari claims that Anubrata mandal is connected with cow trafficking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X