For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোরেদের রানি মমতা! নবান্নের ১৪ তলা থেকে নামানোর ডাক দিলেন শুভেন্দু

চোরেদের রানি মমতা! নবান্নের ১৪ তলা থেকে নামানোর ডাক দিলেন শুভেন্দু

Google Oneindia Bengali News

চোরেদের রানিকে নবান্নের ১৪ তলা থেকে নামাতে হবে। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের প্রস্তুতিতে আলিপুরদুয়ারের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে চোরেদের রানি তকমা দিয়ে নবান্ন থেকে উৎখাতের ডাক দিলেন তিনি।

‘পার্থ-অনুব্রত চুনোপুঁটি, আসল চোর হাওয়াই চটি’

‘পার্থ-অনুব্রত চুনোপুঁটি, আসল চোর হাওয়াই চটি’

শুভেন্দু অধিকারী শুক্রবার আলিপুরদুয়ারের সভা থেকে 'চোর ধরো জেল ভরো, ১৩ তারিখ নবান্ন চলো' সোল্গান তুলে বলেন, নবান্নের ১৪ তলায় যিনি থাকেন, তিনিই হলেই আসল চোর। চোরেদের রানি। তাঁকে ১৪ তলা থেকে নামাতে হবে। এই মর্মে তিনি আরও একটি স্লোগান তোলেন এদিন। বলেন, 'পার্থ-অনুব্রত চুনোপুঁটি, আসল চোর হাওয়াই চটি'।

তৃণমূলের ২৫ শতাংশ চোর আর ৭৫ শতাংশ ডাকাত

তৃণমূলের ২৫ শতাংশ চোর আর ৭৫ শতাংশ ডাকাত

শুভেন্দু অধিকারী এই বিষয়ে এক হাত ফিরহাদ হাকিমকেও। তিনি ফিরহাদ হাকিমকে ভাইপোর চাচা বলে সম্বোধন করেন। তিনি বলেন, ভাইপোর ফিরহাদ চাচা আবার বলছেন, আমদের সবাইকে চোর বলবেন না। আমরা সবাই চোর নই। পার্থ একা চোর। কিন্তু তিনি একথা ঠিক বলেছেন যে, তৃণমূলের সবাই চোর নয়, তৃণমূলের ২৫ শতাংশ চোর আর ৭৫ শতাংশ ডাকাত।

মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আরও বলেন, আমি ওনার বিরুদ্ধে খেলতে নেমেই ছক্কা হাঁকিয়েছি। যার জেরে তাঁরে দুবার পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করতে হয়েছে। একজন যখন দুবার পরীক্ষা দিয়ে পাস করে, তাঁকে কী বলে, কর্ম্পার্টমেন্টাল পাস করা ছাত্র বা ছাত্রী। মুখ্যমন্ত্রীও তেমনি দুবার ভোটে দাঁড়িয়েছেন। একবার আমার কাছে হেরেছেন, দ্বিতীয়বার জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন।

টু আর্ন মানি, টু কালেক্ট মানি থ্রু পলিটিক্স, তৃণমূলের নীতি

টু আর্ন মানি, টু কালেক্ট মানি থ্রু পলিটিক্স, তৃণমূলের নীতি

শুভেন্দুর কথায়, তৃণমূল দলটা পুরোপুরি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। ৩টি অ্যাজেন্ডার উপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পার্টি চলে। একটা হচ্ছে পরিবারতন্ত্র, দ্বিতীয় হচ্ছে তোষণ আর তৃতীয় হল দুর্নীতি। অর্থাৎ 'টু আর্ন মানি, টু কালেক্ট মানি থ্রু পলিটিক্স'। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন শুভেন্দু।

‘বীরে’র সঙ্গে দেখা করতে যেতে হবে তিহার জেলে

‘বীরে’র সঙ্গে দেখা করতে যেতে হবে তিহার জেলে

শুভেন্দু অধিকারী এদিন অনুব্রত মণ্ডলের সমালোচনাও করেন। তিনি বলেন, মঙ্গলকোটে বেকসুর খালাস পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে বীর বলে আখ্যায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ওনার বীরের সঙ্গে দেখা করতে এবার তিহার জেলে যেতে হবে।

পার্থ-কেষ্ট গ্রেফতার হওয়ায় সবার মনোবল পড়ে গিয়েছে

পার্থ-কেষ্ট গ্রেফতার হওয়ায় সবার মনোবল পড়ে গিয়েছে

শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় আরও বলেন, চোরেদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে না পারলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে পাবেনা তৃণমূল। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাঁরা গিয়েছিল, তাঁরা সবাই চোর। আর ভাইপো-সহ ডাকাতরা সব মঞ্চে বসেছিলেন। পার্থ-কেষ্ট গ্রেফতার হওয়ায় সবার মনোবল পড়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই মনোবল বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মমতা।

Weather update: নিম্নচাপের দাপটে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী জেলাগুলিতে জারি হলুদ সতর্কতাWeather update: নিম্নচাপের দাপটে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা

English summary
Suvendu Adhikari calls Mamata Banerjee as queen of theft and says to take down from Nabanna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X