For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রশাসক' শুভেন্দুর কড়া অবস্থান! আম্ফানের ত্রাণে দুর্নীতি রুখতে কমিটি গঠন

'প্রশাসক' শুভেন্দুর কড়া অবস্থান! আম্ফানের ত্রাণে দুর্নীতি রুখতে কমিটি গঠন

  • |
Google Oneindia Bengali News

আম্ফানের ত্রাণে দুর্নীতি রুখতে কড়া অবস্থান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন তিনি। নিজের বিধানসভা নন্দীগ্রাম এলাকায় গঠিত কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদেরও চিহ্নিত করবে।

আম্ফানের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি শুভেন্দুর

আম্ফানের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি শুভেন্দুর

সূত্রের খবর অনুযায়ী, শুভেন্দু অধিকারীর গঠিত তদন্ত কমিটি নন্দীগ্রামের ভেকুটিয়া ও কেন্দ্রমারী-সহ আম্ফানে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবে। পাশাপাশি কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। প্রকৃত দুর্গতদের তাঁরা চিহ্নিতও করবেন। ওই কমিটি খতিয়ে দেখবে, ক্ষতিগ্রস্তরা আদৌ ত্রাণ পেয়েছেন কিনা। যদি তাঁরা ত্রাণ না পেয়ে থাকেন, কোন ত্রুটির কারণে তাও খতিয়ে দেখবে কমিটি।

ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

ক্ষতিগ্রস্তদের আবেদন খতিয়ে দেখবে ওই কমিটি। আবেদনে কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। যদি দেখা যায়, কোনও ত্রুটি না থাকা সত্ত্বেও ত্রাণ পাননি ক্ষতিগ্রস্তরা, তাহলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। যদি কেউ টাকা আত্মসাৎ করে থাকেন, তাহলে, ওই ব্যক্তিকে টাকা ফেরত দিতে বলা হবে।

 দ্রুত রিপোর্ট জমা পড়বে

দ্রুত রিপোর্ট জমা পড়বে

তদন্ত কমিচির এক সদস্য জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর নির্দেশ মোত তাঁরা কাজ শুরু করেছেন। রিপোর্ট শীঘ্রই জমা দেওয়া হবে।

খুশি ক্ষতিগ্রস্তরা

খুশি ক্ষতিগ্রস্তরা

শুভেন্দু অধিকারীর উদ্যোগে খুশি নন্দীগ্রাম এলাকার আম্ফান ক্ষতিগ্রস্তরা। তাঁরা মনে করছেন, এবার তাঁদের প্রাপ্য মিলতে পারে।

সংক্রমণ রুখতে মালদহের মতো আরও জেলাতেও কি লকডাউন, নবান্নের নজরে ৪ জেলাসংক্রমণ রুখতে মালদহের মতো আরও জেলাতেও কি লকডাউন, নবান্নের নজরে ৪ জেলা

English summary
Subhendu Adhikari sets up committee on amphan corruption and relief distribution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X