For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দিনের রেশ না কাটতেই ফের আক্রান্ত! দ্বিতীয় দিনে বাসে হামলা ৩ জেলায়

ধর্মঘটের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ধর্মঘটীদের বিরুদ্ধে বাস ভাঙচুরের অভিযোগ। তবে এই অভিযোগ এসেছে তিন জেলা থেকে।

  • |
Google Oneindia Bengali News

ধর্মঘটের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ধর্মঘটীদের বিরুদ্ধে বাস ভাঙচুরের অভিযোগ। তবে এই অভিযোগ এসেছে তিন জেলা থেকে। হাওড়া, কোচবিহার এবং বীরভূমের সিউড়িতে বাসে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

হাওড়া

হাওড়ার দাশনগরে ধর্মঘটীরা বাসের চালককে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। সকাল সোয়া ছটা নাগাদ ঝিকিড়া থেকে হাওড়া যাওয়ার পথে পাথর লাগে বাসের বাঁদিকে। পাথরের আঘাত পান চালক। আর কাঁচ ভেঙে গিয়ে লাগে দুই ছাত্রীর গায়ে।

বীরভূম

বীরভূম

বীরভূমের সিউড়িতে সিটুর মিছিল থেকে বাসে হামলা করা হয় বলে অভিযোগ। বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

কোচবিহার

কোচবিহার

কোচবিহারের মড়াপোড়া চৌপথি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের দিনহাটাগামী বাসে হামলা চালানো হয় বলে অভিযোগ। সকাল সাড়ে নটার ঘটনা। গাড়ির সামনের কাঁচ ভেঙে আহত হন চালক এবং এক যাত্রী।

ধর্মঘটীদের তরফে অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরাই বিচ্ছিন্নভাবে গোলমাল পাকানোর চেষ্টা করেছে।

ধর্মঘটের প্রথম দিন

ধর্মঘটের প্রথম দিন

ধর্মঘটের প্রথম দিনে বারাসতে স্কুল বাসের ওপর ধর্মঘটীরা হামলা চালিয়েছিল । বাসে করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। ঘটনার ফুটেজ দেখে ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

( ছবি সৌজন্য: ফেসবুক)

English summary
Strike supporters allegedly throw stones in Howrah, Birbhum and Coochbihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X