For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাম বাড়ছে, তাই আলুর রফতানি বন্ধ করল রাজ্য সরকার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আলু
কলকাতা, ২৯ জুলাই: ফের আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত থাকলেও দাম বাড়তে থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হিমঘরে ৩২ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। তবু জ্যোতি আলুও ১৭-১৮ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি বিপণন দফতরের কাছে তথ্য চেয়ে পাঠালে তারা জানায়, আলু চলে যাচ্ছে বাইরের রাজ্যে। মূলত বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক ইত্যাদি জায়গায় বেশি দামে আলু রফতানি করছেন রাজ্যের ব্যবসায়ীরা। প্রতি মাসে রাজ্যে পাঁচ লক্ষ মেট্রিক টন আলুর চাহিদা রয়েছে। রফতানি বন্ধ হয়ে গেলে দামে স্থিতিশীলতা আসবে। সব শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, নতুন আলু না ওঠা পর্যন্ত রাজ্যের বাইরে আর আলু পাঠানো যাবে না। তিনি বলেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কলকাতা পুলিশকে বলা হয়েছে, বাজারে সবজির দামে নজরদারি চালাতে। বিভিন্ন জায়গায় আড়তদাররা কৃত্রিম উপায়ে সঙ্কট তৈরি করছে বলে অভিযোগ এসেছে। সেই সব আড়তদারদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশকে আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আলুর মতো অন্যান্য সবজিও চড়া দামে বিকোচ্ছে কলকাতার বিভিন্ন বাজারে। যেমন, ঝিঙে ৩০-৩৫ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, বরবটি ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০-৫০ টাকা, কাঁচালঙ্কা ৭০-১০০ টাকা, টমেটো ৭০-৮০ টাকা, ওল ৩০ টাকা, বেগুন ৫-৬০ টাকা কিলো। একমাত্র পটলের দরই মোটামুটি কম। গতবার পটলের কিলো ছিল ৭০-৮০ টাকা, এ বার তা ২০ টাকা। কিন্তু এই দর কতদিন বজায় থাকবে, তা নিয়ে সংশয়ে ক্রেতারা।

English summary
State government bans export of potato as prices soar in local market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X