For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বাজেট ২০১৪-১৫: এক নজরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অমিত মিত্র
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য বাজেট ২০১৪-১৫ পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাংলা কীভাবে গত আড়াই বছরে এগিয়েছে, তা বারবার হিসাব দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি।

রাজ্য বাজেট ২০১৪-১৫: এক নজরে

১. বাংলার আর্থিক বৃদ্ধির হার এখন বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ৭.৯ শতাংশ
২. কৃষিতে সারা দেশের অগ্রগতি ৪.৬ শতাংশ। সেখানে বাংলার হার ৫.২ শতাংশ
৩. শিল্পে সারা দেশের বৃদ্ধির হার ০.৭ শতাংশ, অথচ পশ্চিমবঙ্গে তা ৯.৫৮ শতাংশ
৪. পরিষেবা ক্ষেত্রে দেশের অগ্রগতির হার যেখানে ৬.৯ শতাংশ, সেখানে বাংলার হার ৭.৮ শতাংশ
৫. অমিতবাবু সরস মন্তব্য, "বাংলা যা করেছে আজ, ভারত তা করবে কাল।"

রাজ্য বাজেটের অন্যান্য দিক

৬. গত দু'বছরে কেন্দ্রীয় সরকার সুদ বাবদ ৭০ হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে। এটা মকুব করলেও আরও উন্নয়নমূলক কাজ করা যেত
৭. সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ মানুষকে আর্থিক সহায়তা করেছে সরকার। আরও ২ লক্ষ মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হবে
৮. ৩ কোটি রেশন কার্ডের 'ডিজিটাইজেশন' করা হয়েছে
৯. কলকাতা-সহ বাকি রাজ্যে এক হাজার ঝাঁ-চকচকে নতুন সরকারি বাস নামবে
১০. ৩০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তি ক্রয়ে স্ট্যাম্প ডিউটি ৭ শতাংশ থেকে কমে ৬ শতাংশ
১১. মেয়েদের চুলের ক্লিপ, প্রসাধনের জিনিস সস্তা হল
১২. কৃষি বিপণনে বরাদ্দ বেড়ে ২২৫ কোটি টাকা
১৩. প্রাণীসম্পদ উন্নয়নে বরাদ্দ ৩৫৬ কোটি টাকা
১৪. খাদ্য প্রক্রিয়াকরণে ১৭৫ কোটি টাকা
১৫. ৩৩৪৯টি রাস্তা তৈরির পরিকল্পনা
১৬. বাংলার ৯৮.২৬ শতাংশ স্কুলে তৈরি হয়েছে শৌচাগার
১৭. মৎস্য চাষ ও গবেষণায় বরাদ্দ ১৯৬ কোটি টাকা
১৮. কৃষিতে বরাদ্দকৃত অর্থ ১১৫৭.৭২ কোটি টাকা
১৯. গ্রামোন্নয়নে বরাদ্দ ৭৪০৭ কোটি টাকা
২০. ১১টি অনুন্নত জেলায় ২১৮৮ কিলোমিটার পাকা রাস্তা তৈরির প্রস্তাব
২১. ২০১৪-১৫ অর্থবর্ষে ১৬ লক্ষ চাকরির আশ্বাস
২২. স্কুল স্তরের শিক্ষায় বরাদ্দ বেড়ে ৬৮৮৪ কোটি টাকা
২৩. উচ্চশিক্ষায় বরাদ্দ দাঁড়াল ৩৪২.৯৫ কোটি টাকা
২৪. ঝড়খালি, গাজলডোবা ও ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়ন
২৫. ১৩টি নতুন আইটি পার্ক তৈরি হবে, এতে অন্তত এক লক্ষ ছেলেমেয়ে কাজ পাবে
২৬. সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ ১৭৩৭ কোটি টাকা
২৭. 'গতিধারা' প্রকল্প চালু। এর আওতায় স্বল্প আয়ের মানুষজন গাড়ি কিনতে ঋণ পাবেন এক লক্ষ টাকা পর্যন্ত
২৮. উত্তর ২৪ পরগনার অশোকনগরে পোশাক তৈরির আলাদা পার্ক
২৯. বৃত্তিকর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব
৩০. শিশুদের সার্বিক বিকাশে আলাদাভাবে বরাদ্দ ২৪২০ কোটি টাকা
৩১. ক্ষুদ্র শিল্পের বিকাশে বরাদ্দ ৫৩৬.২৮ কোটি টাকা
৩২. মাঝারি শিল্পের বিকাশে বরাদ্দ ৫৯৪ কোটি টাকা
৩৩. উত্তরবঙ্গ এলাকায় পরিকাঠামো, পর্যটন ইত্যাদির উন্নয়নে বরাদ্দ ৩৭৫ কোটি
৩৪. খেলাধুলোর বিকাশে বরাদ্দ ১৪২ কোটি টাকা
৩৫. শহরাঞ্চলে রাস্তাঘাট, নিকাশি, জল সরবরাহের উন্নয়নে বরাদ্দ হল ১৫৮৫ কোটি টাকা

English summary
State Budget 2014-15: Highlights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X