For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধর্মের ওপর ধর্মের বিজয়, অন্যায়ের উপর ন্যায়ের বিজয়! বিজয়াদশমীতে বার্তা দিলীপের

অধর্মের ওপর ধর্মের বিজয়, অন্যায়ের উপর ন্যায়ের বিজয়! বিজয়াদশমীতে বার্তা দিলীপের

  • |
Google Oneindia Bengali News

অধর্মের ওপর ধর্মের বিজয়, অন্যায়ের উপর ন্যায়ের বিজয়। বিজয়াদশমীতে (durga puja) এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন তিনি অস্ত্র পুজোও করেন। তিনি বলেন, শস্ত্র হচ্ছে শক্তির প্রতীক, দেশ-ধর্ম-সমাজ রক্ষার জন্য শস্ত্রের প্রয়োজন, শস্ত্রই আমাদের রক্ষা করে।

বড়দের প্রণাম, অন্যদের শুভেচ্ছা

বড়দের প্রণাম, অন্যদের শুভেচ্ছা

উমা মায়ের কৈলাশে ফিৱে যাওয়ার দিনে বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং অন্যদের জন্য আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, কালের নিয়মে প্রতি বছর মা পিত্রালয়ে আসেন, আবার নির্দিষ্ট নির্ঘন্ট মেনে চলেও যান। মা আমাদের জন্য শুভশক্তি নিয়ে আসেন এবং তাঁর আশীর্বাদ দিয়ে যান। যা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা

আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা

দিলীপ ঘোষ বলেছেন, আজও তাঁর মনে আছে সেদিনের কথা, যেদিন কেন্দ্রীয় নেতৃত্ব আমার কাঁধে রাজ্য সভাপতির গুরু দায়িত্ব অর্পণ করেন এবং পরবর্তী সময়ে তাঁকে আন্তরিকতার সঙ্গে বরণ করা হয়েছিল। সেদিন থেকেই আমি নিষ্ঠা, একাগ্রতা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব নির্বাহ করার প্রতিনিয়ত চেষ্টা করে গিয়েছেন তিনি। অতি প্রয়োজন ছাড়া একদণ্ড অবসর নেননি বলেও জানিয়েছেন তিনি। ব্যক্তিগত সুযোগ সুবিধার থেকে দলের প্রয়োজনীয়তা কে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

৩ বছরে দলের ভোট বেড়েছে ৩০ শতাংশ

৩ বছরে দলের ভোট বেড়েছে ৩০ শতাংশ

দিলীপ ঘোষ স্মরণ করিয়ে দিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে ১০% জনগণের আশীর্বাদপুষ্ট বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪০% এর ওপর মানুষের আশীর্বাদ পেয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ১৮ জন সাংসদকে জিতিয়ে আনা, দলের কর্মী সমর্থকদের ত্যাগ তিতিক্ষা দায়বদ্ধতার স্বপক্ষেই এক প্রামাণ্য দলিল।

পশ্চিমবঙ্গে শাসকের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ

পশ্চিমবঙ্গে শাসকের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ

দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে বিজয়রথ ক্রমাগত শাসকের দমন-পীড়ন নীতিকে উপেক্ষা করে , পুলিশি নির্যাতন , কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা , খুন - সন্ত্রাস সত্ত্বেও এগিয়ে চলেছে | একটা সময় ছিল যখন বুথ ভিত্তিক কার্যকর্তা খুঁজে পাওয়া দুষ্কর ছিল। আজ প্রায় সব বুথেই একাধিক কর্মী সক্রিয়, কোন কোন বুথে তো কর্মী সংখ্যা শতাধিক অতিক্রান্ত। দিলীপ ঘোষ বলেন, ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অকথ্য অত্যাচার, খুন, রক্তাক্ত রাজনীতি, নির্বাচন প্রক্রিয়া ও ভোট গণনায় কারচুপি সত্ত্বেও বিজেপি ৬০০০ এর অধিক আসনে জয়লাভ করে এবং পরবর্তীকালে আরও প্রায় ৭০০ জন পঞ্চায়েত, সমিতি এবং জেলা পরিষদ সদস্য বিজেপিতে যোগদান করে।

সোনার বাংলা গড়ার ডাক

সোনার বাংলা গড়ার ডাক

দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি শাসন প্রতিষ্ঠা করতেই হবে, কারণ "পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজ বিপন্ন , শাসকের ক্রমাগত বঞ্চনা-দূর্নীতি-অপশাসনে মানুষ অতিষ্ঠ" |
"সোনার বাংলা" গড়তে বিজেপি রাজ্যবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সভাপতি হিসেবে তাঁর আবেদন, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে আবারও একবার নিজেদের উজাড় করে দিয়ে বিজেপিকে প্রমাণ করে দিতে হবে যে সদিচ্ছা থাকলে যে কোন অসাধ্য সাধন অতি ক্ষুদ্র বিষয়। তিনি বলেছেন, সমবেত কণ্ঠে সঙ্কল্প গ্রহণ করে বলতে হবে যে "করব মোরা লড়ব মোরা সোনার বাংলা গড়ব মোরা।"

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

English summary
State BJP President Dilip Ghosh gives his message on Dashami of Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X