For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থে'র গ্রেফতারি নিয়ে বিধানসভা জানে না! 'আইনের বিরুদ্ধে' বললেন বিমান

দীর্ঘ ২৭ ঘন্টা'র ম্যারথন জেরার পরে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার রাতেই তৃণমূল মহাসচিবের বান্ধবী অর্পিতা'র বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এরপরেই এই বিপুল টাকার হদিশ নিয়ে দফায় দফায় পা

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ২৭ ঘন্টা'র ম্যারথন জেরার পরে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার রাতেই তৃণমূল মহাসচিবের বান্ধবী অর্পিতা'র বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এরপরেই এই বিপুল টাকার হদিশ নিয়ে দফায় দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেন ইডি'র তদন্তকারী আধিকারিকরা।

আইনের বিরুদ্ধে বললেন বিমান

কিন্তু তেমন উত্তর না পাওয়ার পরেই গ্রেফতার রাজ্যের মন্ত্রী। যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার শুধুমাত্র হিমশৈল্যের চুড়ামাত্র।

কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। গ্রেফতার করা হলেও রাজ্য বিধানসভাকে কিছু জানানো হয়নি। এমনটাই জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক পার্থ। ফলে বিধানসভাকে জানানোটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বিষয়ে কিছু জানায়নি বলেই জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আমাদের বিধানসভারই সদস্য পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করা হয়েছে শোনা যাচ্ছে। ফলে আইনত ভাবে বিধানসভাকে এই বিষয়ে ইডি'র জানানো উচিৎ বলে দাবি বিধানসভার অধ্যক্ষের। আজ শনিবার এবং রবিবার বঙ্গ বিধানসভাতে ছুটি থাকে।

কিন্তু আজ বিধানসভাতে এসেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, এই বিষয়ে সচিবালয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। কিন্তু ইডির তরফে কোনও চিঠি কিংবা আবেদন জমা পড়েনি বলে দাবি বিমান বন্দ্যোপাধ্যায়ের।

শুধু তাই নয়, তাঁর দাবি, ''বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করা হলে বিধানসভার সচিবালয় মারফত স্পিকারকে জানানো হয়। কিন্তু ইডি'র রফে কোনও বার্তাই দেওয়া হয়নি। তবে ইডির তরফ থেকে কোনও বার্তা না আসে, তবে তা হবে আইনের বিরুদ্ধেই।'' মন্তব্য বিধানসভার অধ্যক্ষের।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আর সেই টাকার উৎস খুঁজতেই শুক্রবার সকালে অন্তত রাজ্যের ১৩টি জায়গাতে হানা দেয়ন ইডির তদন্তকারী আধিকারিকরা।

শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় ইংবা মন্ত্রী অরেশ অধিকারীর বাড়িতে নয়, শিক্ষা দফতরের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিত্বের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর সেই তল্লাশিতেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা'র বাড়িতে একেবারে ২০ কোটি নগদ উদ্ধার হয়। আর তা ঘিরেই নয়া চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুধু তাই নয়, বিষয়টি সামনে আসার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূলের তরফে দূরত্ব বাড়ানো'র চেষ্টা হচ্ছে। কুণাল ঘোষ জানান, এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে কোনও যোগ নেই তৃণমূলের। জড়িতরাই এই বিষয়ে তথ্য জানাতে পারবেন বলে দাবি তৃণমূল নেতার।

English summary
Speaker biman banerjee claims assembly is not informed about arrest of Partha chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X