For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রে ৫ সম্ভাব্য মন্ত্রী, একনজরে

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কারা। প্রতিদিনই ভাসছে নতুন নতুন নাম। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কারা। প্রতিদিনই ভাসছে নতুন নতুন নাম। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, পাঁচজনের নাম উঠে এসেছে। যাঁদের মধ্যে একজন পুরনো মন্ত্রী। এই পাঁচজনের মধ্যে দুজন উত্তরবঙ্গের এবং তিনজন দক্ষিণবঙ্গের বলেই জানা যাচ্ছে।

নিশীথ প্রামাণিক

নিশীথ প্রামাণিক

মন্ত্রী করা হতে পারে কোচবিহার থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিককে। যিনি ডিসেম্বরেও ছিলেন কোচবিহার তৃণমূলের যুব নেতা, এমনই একজনকে বেছে নিয়েছিল বিজেপি। তাঁর সঙ্গে কোচবিহারের তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ ছিল দীর্ঘদিনের। কার্যত ভোটের লড়াইয়ে দীর্ঘদিনের নেতা রবীন্দ্রনাথ ঘোষকে ঘোল খাইয়ে ছেড়েছেন এই তরুণ নেতা। সূত্রের খবর অনুযায়ী, এই নেতাকেই বেছে নিয়ে চমক দিতে চাইছে বিজেপি।

দেবশ্রী চৌধুরী

দেবশ্রী চৌধুরী

উত্তরবঙ্গ থেকে রায়গঞ্জের এই সাংসদকে মন্ত্রী করার খবর পাওয়া যাচ্ছে। প্রচারে এসে দলীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন ফের ক্ষমতায় আসলে দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হতে পারে। উত্তরবঙ্গে থেকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে দেবশ্রী চৌধুরীর নাম উঠে আসছে।

বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়

গতবার ছিলেন রাষ্ট্রমন্ত্রী। এবার ভোটের ব্যবধান বাড়িয়ে ফিরেছেন সংসদে। ফলে রাষ্ট্রমন্ত্রী থেকে উন্নীত হয়ে পূর্ণমন্ত্রীর পদ তিনি পেতে পারেন বলে সূত্রের খবর। এবার গুরুত্ব বাড়তে চলেছে বাবুল সুপ্রিয়-র।

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

রাজ্য থেকে বিজেপির সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় প্রথম থেকেই রয়েছেন মেদিনীপুর থেকে নির্বাচিত দিলীপ ঘোষ। পছন্দের তালিকায় শুধু রাজ্যে কাজ করার ইচ্ছা থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করে দিতে চলেছে তাঁর ভবিষ্যৎ। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃত্ব চায় দিলীপ ঘোষ মন্ত্রিসভায় যোগ দিন।

শান্তনু ঠাকুর

শান্তনু ঠাকুর

প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বনগাঁ থেকে সাফল্য পেয়েছেন শান্তনু ঠাকুর। পাশের কেন্দ্র রানাঘাটেও জয় পেয়েছে বিজেপি। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও মতুয়া ভোট পেয়েছে বিজেপি। মতুয়া ভোট নিয়ে তৃণমূলের যে গর্ব ছিল, তা খান খান করে দিয়েছেন এই শান্তনু ঠাকুর। প্রচারে এসে মোদী থেকে অমিত শাহ বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন, মতুয়াদের প্রকৃত উন্নয়ন করতে পারে বিজেপি। তাই তাঁদের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভা স্থান পেতে চলেছেন শান্তনু ঠাকুর।

English summary
Sources says, these five MP's from West Bengal will be made Central Ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X