For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা পাচারকাণ্ডে অনুব্রত-র পথে হাঁটলেন সওকত মোল্লা, সিবিআই হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক

কয়লা পাচারকাণ্ডে অনুব্রত-র পথে হাঁটলেন সওকত মোল্লা, সিবিআই হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক

Google Oneindia Bengali News

কয়লা পাচার কণ্ডের তদন্তে টিএমসি বিধায়ক সওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। সেই মামলায় আজ হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছেন। শুক্রবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু আপাতত এই তলবে তিনি হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছেন। আইনজীবী মারফৎ তিনি অনুপস্থিতির কারণ তদন্তকারীদের জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।

হাজিরা এড়ালেন সওকত মোল্লা

হাজিরা এড়ালেন সওকত মোল্লা

কয়লা পাচারকাণ্ডের তদন্তে তলব করা হয়েছিল ক্যানিং পূর্বের বিধায়ককে। গতকালই সিবিআই তাঁকে পাসপোর্ট সহ ভোটার, আধার সহ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল। আজ অর্থৎ শুক্রবার সকাল ১১টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি জানিয়েছেন সিবিআই হাজিরা দেবেন না। আইনজীবী মারফত তিনি অনুপস্থিতির কারণ সিবিআইকে জানিয়ে দেবেন বলে জানিেয়ছেন বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল তাঁর আয়ের নথি নিয়ে হাজির হতে বলেছিলেন তদন্তকারীরা।

কেন হাজিরা এড়ালেন বিধায়ক

কেন হাজিরা এড়ালেন বিধায়ক

সওকত মোল্লা জানিয়েছেন আগামী ১৫ দিন ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক কাজে ব্যস্ত রয়েছেন। একাধিক কর্মূচি রয়েছে বিধায়কের। হঠাৎ করে তাই সব বাতিল করা সম্ভব নয়। ইতিমধ্যেই ইমেল মারফৎ তিনি সেকথা জানিয়েছেন। সেই সঙ্গে আইনজীবী মারফৎও তিনি সিবিআইকে তাঁর হাজির না হওয়ার কারণ জানাবেন বলে জানিয়েছেন। শুক্রবার তাঁকে জীবনতলায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। ১৫ দিন পর তিনি হাজিরা দিতে পারবেন কিনা তা অবশ্য জনাননি বিধায়ক।

অনুব্রতকে তলব

অনুব্রতকে তলব

ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আজ গরুপাচার কাণ্ডে তাঁর হাজিরা দেওয়ার কথা। কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সিবিআই হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই মামলার তদন্তে মাত্র একবারই হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলা। ৪ ঘণ্টা তাঁকে জেরা করার সুযোগ পেয়েছেন তদন্তকারীরা। তরপরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন।

পার্থর সিবিআই হাজিরা

পার্থর সিবিআই হাজিরা

এদিকে আবার এসএসসি দুর্নীতি কাণ্ডে দ্বিতীয়বার সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন টিএমসি মহসচিব পার্থ চট্টোপাধ্যায়। আদলতের রক্ষা কবচ মেলেনি। ৫ ঘণ্টারও বেশি সময় জেরা করেছেন তদন্তকারীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও জেরা করেছেন তদন্তকারীরা।

English summary
CBI enquary over Coal Scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X