কুয়াশার বাধা, রাজ্যে বেশিরভাগ এলাকাতেই গ্রহণ দেখা গেল না ঠিকভাবে
কুয়াশা ও মেঘলা আকাশের জন্য বৃহস্পতিবার বলয় গ্রাস সূর্য গ্রহণ ঠিক মত দেখা গেল না রাজ্যের বেশির ভাগ এলাকায়। তবে বিভিন্ন এলাকায় সূর্য গ্রহণ দেখানোর জন্য আয়োজন করা হয়। সূর্যগ্রহণের সময় রিং অফ ফায়ার দেখার আগ্রহ ছিল অনেকের।

এই দিন সূর্য গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছে তারাপীঠ সহ সমস্ত সতীপীঠ ও বিভিন্ন মন্দির। এদিন সকাল ৮ টায় বন্ধ করে দেওয়া হয় তারাপীঠ মন্দির। গ্রহণ শেষ হবার পরে আবার মন্দির খোলা হয় দেড়টা নাগাদ। এই সময়ে বন্ধ রাখা হয় পুজো, ভোগ ও দর্শন।
তারাপীঠ মন্দিরের পক্ষে তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, যেকোনও গ্রহণের সময় বন্ধ রাখা হয় তারাপীঠ মন্দির। এই দিন তারাপীঠ মন্দিরের পাশাপাশি গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছে বীরভূম জেলার পাঁচটি সতীপীঠের পুজো ও দর্শন। বন্ধ রাখা হয়েছে কঙ্কালীতলা, নলহাটি, বক্রেশ্বর, ফুল্লরা সহ অন্যান্য সতীপীঠের পুজো। এছাড়া সূর্য গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির ও তারকেশ্বর মন্দিরের পুজো ও দর্শন।