For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফার ভোটে ৪৩ আসনের 'টক্কর'-এ নজর কাড়ছেন মুকুল, জ্যোতিপ্রিয়, রাজ থেকে হেভিওয়েট নেতা-পুত্ররা

ষষ্ঠ দফার ভোটে ৪৩ আসনের 'টক্কর'-এ নজর কাড়ছেন মুকুল, জ্যোতিপ্রিয়, রাজ থেকে হেভিওয়েট নেতা-পুত্ররা

  • |
Google Oneindia Bengali News

বাংলার ভোট উৎসব কার্যত তার শেষ লগ্নের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরই হাতে কয়েকটা দিন যেতে না যেতেই আসবে ২ রা মে। যেদিন বাংলার রাজনীতির ভাগ্য নির্ধারণের ফলাফল ঘোষিত হবে। এদিকে, ২২ এপ্রিল বৃহস্পতিবার বাংলায় ষষ্ঠদফার ভোটের পারদ চড়ছে একাধিক হেভিওয়েট প্রার্থীদের ঘিরে। একনজরে দেখা যাক ষষ্ঠ দফার ভোটে বাংলার তারকা-যুদ্ধের তাবড় চরিত্রদের।

 উত্তর ২৪ পরগনা, নজরে মতুয়াগড়র ও তারকা প্রার্থী

উত্তর ২৪ পরগনা, নজরে মতুয়াগড়র ও তারকা প্রার্থী

উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ের ভোট নিয়ে রীতিমতো তোলপাড় বাংলা। এখানে ঠাকুরবাড়ির সদস্য় সুব্রত ঠাকুর গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। প্রসঙ্গত , বনগাঁতে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের ভাই সুব্রত। এছাড়াও উত্তর ২৪ পরগনার বাগদায় বিশ্বজিৎ দাস বিজেপির হয়ে লড়ছেন। তিনি সদ্যই তৃণমূল ছেড়েছেন। বাদুড়িয়াতে কংগ্রেস প্রার্থী আব্বুস সাত্তার যেমন নজর কাড়ছেন, তেমনই দমদম উত্তরে সিপিএমের তন্ময় ভট্টাচার্যতে 'কাঁটে কি টক্কর' দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মুকুল পুত্র ও অর্জুন পুত্ররা কাড়ছেন নজর

মুকুল পুত্র ও অর্জুন পুত্ররা কাড়ছেন নজর

ষষ্ঠ দফার ভোটে নজর কাড়ছেন বিজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু লোকসভা ভোটের আবহেই তৃণমূল ছেড়ে যান। এদিকে, অর্জুন গড় ভাটপাড়ায় বিজেপির টিকিটে লড়ছেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন। প্রসঙ্গত, ভাটপাড়া বিধানসভার বিগত উপনির্বাচনে মদন মিত্রকে হারিয়ে এই কেন্দ্র জিতে নেন পবন সিং।

 নোয়াপাড়ায় সুনীল , ব্যারাকপুরে রাজ

নোয়াপাড়ায় সুনীল , ব্যারাকপুরে রাজ

সদ্যই করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী শুভশ্রী। এদিকে রাত পোহালেই তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর ভোট পরীক্ষা ব্যারাকপুর কেন্দ্রে। ষষ্ঠদপার ভোটে তিনি যেমন নডর কাড়ছেন, তেমনই নোয়াপাড়ায় অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং লড়ছেন বিজেপির হয়ে। জগদ্দলে কংগ্রেস থেকে তৃণমূলে এবং পরে বিজেপিতে আসা অরিন্দম ভট্টাচার্য প্রার্থী।

 মুকুল বনাম কৌশানী লড়াই ঘিরে চড়ছে পারদ

মুকুল বনাম কৌশানী লড়াই ঘিরে চড়ছে পারদ

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এবার তারকা বনাম তারকা লড়াই। একজন রুপোলী পর্দায় নবাগতা তারকা, অন্যজন বাংলার রাজনীতির পোড় খাওয়া তারকা। এই কেন্দ্রে বিজেপির চাণক্য মুকুল রায়ের সঙ্গে ভোট যুদ্ধের চ্যালেঞ্জে রয়েছেন তৃণমূলের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। ২০ বছর পর বিধানসভা ভোটে লড়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে এবার মুকুল রায় কোন চমক দেখান তার দিকে তাকিয়ে বাংলা।

মোহিত বনাম কানাইয়ালাল

মোহিত বনাম কানাইয়ালাল

রায়গঞ্জ কেন্দ্রে 'কাঁটে কি টক্কর' এর এক প্রান্তে তৃণমূলের কানাইয়ালাল আগারওয়াল ও অন্য প্রান্তে কংগ্রেসের দাপুটে নেতা মোহিত সেনগুপ্ত।

 জ্যোতিপ্রিয় বনাম রাহুল

জ্যোতিপ্রিয় বনাম রাহুল

প্রসঙ্গত,হাবড়া কেন্দ্র ষষ্ঠ দফার ভোটে নজর কাড়ছে। এখানে নিজের পোক্ত গড়ে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী রহুল সিনহা। এই এলাকার 'কাঁটে কি টক্কর' পাল্লা কোনদিকে ভারী থাকে সেদিকে সকলের নজর থাকবে। অন্যদিকে খড়দায় বামেদের তরফে তরুণ প্রার্থী দেবজ্যোতি দাসের সঙ্গে সম্মুখ সমরে রয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্র দত্ত।

ষষ্ঠ দফার ৪৩ আসনে বিগত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কোন পার্টির দাপট কোথায়, একনজরে তথ্যষষ্ঠ দফার ৪৩ আসনে বিগত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কোন পার্টির দাপট কোথায়, একনজরে তথ্য

English summary
Sixth Phase Polling of West bengal, star candidate like Mukul Roy to Subrata Thakur, Pawan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X