For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠগ বাছতে গাঁ উজাড় হবে না তো! বিজেপিতে বিদ্রোহ জারি কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের

ঠগ বাছতে গাঁ উজাড় হবে না তো! বিজেপিতে বিদ্রোহ জারি কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি বিজেপিতে বেসুরো বাজছেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। শুধু মতুয়া গড়ের নেতা-নেত্রীদেরই নয় তিনি বিদ্রোহীর তালিকায় টেনে আনেন রাজ্যস্তরের অনেক নেতানেত্রীদের। সেখানে জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসুর মতো নেতারাও শামিল হয়েছেন। এই বিদ্রোহে যখন জয়প্রকাশ-রীতেশদের শোকজ করা হয়েছে, তারপরই ফের বেসুরো বাজলেন শান্তনু।

ঠগ বাছতে গাঁ উজাড় হবে না তো! বিজেপিতে বিদ্রোহ জারি কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের

শান্তনু ঠাকুর বলেন, আমার সঙ্গে অনেকেই বৈঠক করেছেন। আরও অনেকে করবেন। তাদের সবাইকে কি শোকজ করা সম্ভব? রবিবারই দলবিরোধী কাজের জন্য জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শোকজ করেছে রাজ্য বিজেপি। তারপরই বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর সরব হয়েছেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।

তিনি বলেন, শোকজ করছে করুক না। যা করতে চায় ওরা করুক। আমার সঙ্গে আরও অনেক নেতা-নেত্রী বৈঠক করবেন। সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ বিজেপি নেতারা বৈঠক করবেন। সবাইকে কি শোকজ করবে বিজেপি, সবাইকে কি বাদ দিয়ে দেবে? এই প্রশ্ন তোলেন বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর।

রাজ্যজুড়ে বিজেপিতে বিদ্রোহী বাড়ছে। সেইসব বিদ্রোহীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয়, তাহেল ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। রবিবার নেতাজি জন্মজয়ন্তীতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার গৈপুরে গিয়ে এই কথা বলেন, শান্তনু ঠাকুর। সম্প্রতি শান্তনু ঠাকুর বিজেপির বঞ্চিতকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে চড়ুইভাতির কর্মসূচি নিয়েছেন।

শান্তনু বলেন, অনেক কর্মী আক্রান্ত হয়ে বসে আছেন। অনেক কর্মী নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁদরকে উজ্জীবিত করতে এই সম্পর্ক যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে সারা বাংলাজুড়ে পিকনিক হবে। বিজেপির নতুন রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে অনেকেই হতাশ। জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসুরাও মতুয়াগড়ের পাঁচ বিধায়কের সঙ্গে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন।

বঙ্গ বিজেপিতে সাম্প্রতির ঘটে চলা বিদ্রোহ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না। তাতে ফলে ভালো হবে না। তবে তারপরও বিদ্রোহ থামেনি। শান্তনু ঠাকুর তার প্রমাণ।

বঙ্গ বিজেপিতে সাম্প্রতিক রদবদলের পর বিদ্রোহী হয়ে উঠেছেন দলের বিধায়ক-সাংসদরা। এই বিদ্রোহে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকরকেও। প্রথম মতুয়া গড় থেকেই বিদ্রোহের সূত্রপাত হয়। বিজেপির বিধায়করা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে যেতে শুরু করেন। তারপর কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন।

English summary
Shantanu Tahkur continues rebel in BJP after show cause to Jay Prakash Majumdar and Ritesh Tiwari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X