For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে নয়া আতঙ্ক 'স্ত্রাব টাইফাস', অজানা পোকার কামড় থেকে সাবধান

ডেঙ্গুর পর রাজ্য জুড়ে নয় আতঙ্ক ছড়িয়েছে স্ক্রাব টাইফাসের। গোটা রাজ্য জুড়ে ধীরে ধীরে থাবা বসাচ্ছে স্ক্রাব টাইফাসও। গত ৯০ দিনে স্ক্রাব টাইফাসের আক্রাম্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১৫০০।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

ডেঙ্গুর পর রাজ্য জুড়ে নয় আতঙ্ক ছড়িয়েছে স্ক্রাব টাইফাসের। গোটা রাজ্য জুড়ে ধীরে ধীরে থাবা বসাচ্ছে স্ক্রাব টাইফাসও। গত ৯০ দিনে স্ক্রাব টাইফাসের আক্রাম্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১৫০০।

রাজ্যে নয়া আতঙ্ক স্ত্রাব টাইফাস, অজানা পোকার কামড় থেকে সাবধান

চিকিত্সকরা জানাচ্ছেন, বর্তমানে শোনা যাচ্ছে ওই মৃত্যুর কথা। কেউ কেউ এই অজানা জ্বরে আক্রান্ত হিসেবে ভাবছে ডেঙ্গুর কথা। কিন্তু বেশ কিছু কিছু ক্ষেত্রে অজানা জ্বরের শতকরা ৩০ ভাগই হল স্ক্রাব টাইফাস।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শুক্রবার পরিস্থিতির পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটির বৈঠকও ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে। স্ক্রাব টাইফাস নিয়ে স্বাস্থ্য দপ্তরের জারি নির্দেশিকা অনুযায়ী পরিস্থিতির গুরুত্ব বিচার করে সমস্ত জেলার স্বাস্থ্য প্রশাসনের কাছে স্ক্রাব টাইফাস নিয়ে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর। আক্রান্তদের আসল সংখ্যা জানার জন্য স্ক্রাব টাইফাস রোগী হাসপাতালে ভর্তি হলেই তা স্বাস্থ্য ভবনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপসর্গ

জ্বর, গায়ে ব্যথা, শরীরে কোনও অংশে সিগারেটের ছেঁকা খাওয়ার মতো দাগ (সব ক্ষেত্রে না-ও থাকতে পারে), আচ্ছন্ন অবস্থায় থাকা, বিভ্রম, চোখ, ঠোঁট লাল হয়ে যাওয়া, পা ফুলে যাওয়া। কখনও কখনও রোগের প্রভাব বাড়তে থাকলে রোগী কোমায় চলে যেতে পারেন।
ব্যবস্থাপনা

১। জ্বর পাঁচ দিনের বেশি স্থায়ী হলেই টাইফয়েড ও ডেঙ্গির পরীক্ষার সঙ্গে স্ক্রাব টাইফাসের পরীক্ষা
২। এই জ্বর আগে থেকে ঠেকানো সম্ভব নয়। কিন্তু, চিকিৎসা থাকায় আগেভাগে রোগ ধরা পড়লে রোগীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব
৩। রাজ্যের ১৭টি কেন্দ্রে বিনামূল্যে স্ক্রাব টাইফাসের পরীক্ষা হয়
৪। অ্যাকিউট এনসেফালোপ্যাথি সিনড্রোম থাকলেই স্ক্রাব টাইফাসের পরীক্ষা করা হচ্ছে।

কালীঘাট নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়কালীঘাট নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়

English summary
Scrub Typhus is spreading horror among Kolkata citizen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X