For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড ডে মিলের জ্বালানি কাঠ পাচারের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

  • By Avik
  • |
Google Oneindia Bengali News

স্কুলের মিড ডে মিলের জ্বালানি কাঠ পাচার করার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর পটাশপুর দু'নম্বর ব্লকে।

মিড ডে মিলের জ্বালানি কাঠ পাচারের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খড়ুইগড় হাই স্কুলের মিড ডে মিলের রান্নার কাজে ব্যবহৃত মজুত জ্বালানি কাঠ জমানো ছিল স্কুলেই। দীর্ঘদিন ধরেই সেখান থেকে কাঠ পাচারের অভিযোগ উঠেছিল। এবার হাতেনাতে পাচার করা কাঠসহ স্কুলেরই এক শিক্ষককে ধরে ফেলল গ্রামবাসীরা‌। এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উওেজনা ছড়িয়ে পড়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, মেসিং রিক্সা করে পাচার করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে স্কুলের ওই শিক্ষক। গ্রামবাসীরা স্কুল থেকে জ্বালানি কাঠ পাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার কথা জানাজানি হতেই কাতারে কাতারে মানুষ ভীড় জমায়। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্কুলের অন্যন্য শিক্ষক শিক্ষিকা রা। গ্রামবাসীরা স্কুলের মধ্যে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।

শুধু এখানেই শেষ নয়। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরে স্কুল থেকে চাল ও ডাল চুরি হচ্ছিল। রাতেই স্কুল থেকে জ্বালানি কাঠ চুরি হয়ে যাচ্ছে। পালানোর সময় এদিন হাতেনাতে ধরা পড়ে শিক্ষক।
যদিও এই অভিযোগ উড়িয়ে স্কুলের শিক্ষক অনুপ সাউ বলেন, আমাদের স্কুলের রান্নার জ্বালানী কাঠ মজুত হয়ে রয়েছে। ক্লাসরুম খালি করতে হবে তাই প্রধান শিক্ষককে বিষয়টি জানাই। শিক্ষকের কথামতো মিড-ডে মিলের দায়িত্বে আমি এবং সহকর্মী শিক্ষক দুই জন মিলে আলোচনা করেই কাঠ মিলের মালিককে ডেকে কাঠ ফেরত দেওয়ার ব্যবস্থা নেই। জ্বালানী কাঠ দেওয়ার সময় গ্রামবাসীরা বাধা দেয় এবং আমাকে আটকে রাখে।

English summary
School teacher accused of smuggling Fuel wood of mid day meal in east midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X