For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সল্টলেকে গণধর্ষণ : মোবাইল টাওয়ার লোকেশন ধরে হাড়োয়া থেকে গ্রেফতার তিন অভিযুক্ত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ মে : সল্টলেক গণধর্ষণ কাণ্ডে হাড়োয়া থেকে গ্রেফতার তিন অভিযুক্ত। অপর একজন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোবাইল টাওয়াল লোকেশন ও সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবির ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে গাড়িটিও। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

সল্টলেকে তরুণীকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে পালাল দুষ্কৃতীরা

আগে জানা গিয়েছিল, সল্টলেকে গণধর্ষণ কাণ্ডে নিগৃহীতা তরুণীকে কোন গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে রাতে ধর্ষণ করা হয়েছে তা সম্ভবত চিহ্নিত করতে পেরেছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের নাগাল পেতে আপাতত সল্টেলেক রাস্তার সিসিটিভি ফুটেজই সবচেয়ে বড় ভরসা পুলিশের। সেইমতো সোমবার থেকেই তৎপর ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ।

সল্টলেকে গণধর্ষণ: দুষ্কৃতী ধরতে সিসিটিভি ফুটেজই ভরসা পুলিশের

নিগৃহীতার অভিযোগ অনুযায়ী, রবিবার রাত ১২টা নাগাদ তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে চার-পাঁচ জন দুষ্কৃতী মিলে ধর্ষণ করে ভোরের দিকে বৈশাখী মোড়ের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা তরুণীকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশেও। তদন্তে নেমে পুলিশ গণধর্ষণের একটি মামলা রুজু করে। এই সমস্ত তথ্য সামনে রেখেই তদন্ত শুরু করে পুলিশ।

সল্টলেকে দিন-দিন আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দা থেকে শুরু করে শিল্পতালুকে কাজ করতে আসা কর্মীরা। এলাকার নিরাপত্তা জোরদার করতে সল্টলেকে পুলিশ কমিশনারেট বানানো হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

সল্টলেকে চুরি-ছিনতাই নিত্য ঘটনা হয়ে উঠেছে বলে মত বাসিন্দাদের। এরপরে গণধর্ষণের মতো ঘটনা সল্টলেকের শান্তিপ্রিয় বাসিন্দাদের যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে সন্দেহ নেই। তাই অন্তত রাতের নিরাপত্তা আরও বেশি বাড়ানোর আবেদন জানাচ্ছেন সাধারণ মানুষ। এখন দেখার বাকী এক অভিযুক্তকে কবে পাকড়াও করতে পারে পুলিশ।

English summary
Salt Lake gangrape case : Police identified the car, checking cctv footage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X