For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনর্নির্বাচনে অশান্তি ঘিরে উত্তর দিনাজপুরে র‌্যাফের ব্যাপক লাঠিচার্জ, দেখুন ভিডিও

রাজ্যের ৫৭২ টি আসনে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তেঁতে উঠছে পরিস্থিতি। উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি সংখ্য়ক বুথে এদিন পুনর্নির্বাচন হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের ৫৭২ টি আসনে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তেঁতে উঠছে পরিস্থিতি। উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি সংখ্য়ক বুথে এদিন পুনর্নির্বাচন হচ্ছে। আর এদিন পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের গোয়ালুপোখোর এলাকা।

পুনর্নির্বাচনে অশান্তি ঘিরে উত্তর দিনাজপুরে র‌্যাফের ব্যাপক লাঠিচার্জ, দেখুন ভিডিও

গোয়ালপোখরের ৩৬/৩৭ বুথে ভোট প্রক্রিয়া দেরিতে শুরু হওয়াকে কেন্দ্র করে ভোটাররা বিক্ষোভ দেখাতে থাকেন। ভোটারদের ছত্রভঙ্গরেত ময়দানে নামে র‌্যাফ। সঙ্গে ছিল শসস্ত্র পুলিশ বাহিনী। উল্লেখ্য, উত্ত দিনাজপুরের ৭৩ টি কেন্দ্র আজ পুনর্নির্বাচন। বহু জায়গা থেকেই খবর আসতে থাকে. ভোট কেন্দ্রে যথা সময়ে পৌঁছতে পারছেন না ভোটাররা। উল্লেখ্য, এর আগে ১৪ মে বাংলার পঞ্চায়েত ভোটের বলি হন ২৫ জন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের খবর উঠে আসতে থাকে।

পুনর্নির্বাচনে অশান্তি ঘিরে উত্তর দিনাজপুরে র‌্যাফের ব্যাপক লাঠিচার্জ, দেখুন ভিডিও

পুনর্নির্বাচনে অশান্তি ঘিরে উত্তর দিনাজপুরে র‌্যাফের ব্যাপক লাঠিচার্জ, দেখুন ভিডিও

[আরও পড়ুন: জগদ্দলের পর শিলিগুড়ি! অস্বাভাবিক মৃত্যু এসআই-এর][আরও পড়ুন: জগদ্দলের পর শিলিগুড়ি! অস্বাভাবিক মৃত্যু এসআই-এর]

এদিন, গ্রাম বাংলা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ মিলিয়ে মোট আসন ৫৮,৬৯২। তিনটি স্তরের মোট ২০,০৮৭টি আসনে এবার ভোটগ্রহণ হচ্ছে না। ভোটের আগেই রায় বেরিয়ে গিয়েছে জেলা পরিষদের ২০৩, পঞ্চায়েত সমিতির ৩০৬০ ও গ্রাম পঞ্চায়েতের ১৬,৮১৪টি আসনে। এই আসনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও, সুপ্রিম কোর্টের ৩ জুলাই শুনানিতে এই আসনগুলির ভাগ্য চূড়ান্ত হওয়ার কথা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১৯টি জেলায় যে ৫৬৮টি কেন্দ্রে ভোট হচ্ছে।

English summary
RAF & police baton charged on people in Uttar Dinajpur district at Repolling od Wb Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X