For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ‘অফার’ ফেরালেন প্রশান্ত কিশোর! পুরসভা ভোটের আগে সুরক্ষা-তরজায় জল্পনা

মমতার ‘অফার’ ফেরালেন প্রশান্ত! পুরসভা ভোটের আগে সুরক্ষা-তরজায় জল্পনা

  • |
Google Oneindia Bengali News

ভোট কৌশলী প্রশান্ত কিশোর সাফ জানালেন, তাঁর কোনও নিরাপত্তার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁর প্রাণ-সংশয়ের কথা চিন্তা করে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। তিনি এই প্রস্তাবকে সম্মান জানিয়েই বলেন, তাঁর কোনও সুরক্ষার দরকার নেই। কারণ তিনি বডিগার্ড ব্যতীত সর্বদা গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে পারেন।

সুরক্ষা ব্যবস্থার দরকার নেই

সুরক্ষা ব্যবস্থার দরকার নেই

তিনি জানান, ‘এখনও কোনও হুমকির মুখোমুখি আমাকে হতে হয়নি। তাই আমি মনে করি আমার কোনও ধরনের সুরক্ষা ব্যবস্থার দরকার নেই। আমি জনগণের পক্ষে কাজ করছি। তিনি এদিন আরও বলেনি, তাঁকে এই সুরক্ষা দেওয়া নিয়ে আগাম কোনও কিছু অবহিত করা হয়নি।

মানুষই তাঁকে রক্ষা করবেন

মানুষই তাঁকে রক্ষা করবেন

তিনি বলেন, তিনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে নাগরিকত্ব সংশোধন আইন, জাতীয় জনসংখ্যা নিবন্ধক এবং জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরোধিতা করে যাবেন। তার জন্য কোনও নিরাপত্তা তাঁর লাগবে না। তিনি নিরাপত্তা ছাড়াই চলতে পারবেন। তাঁর স্থির বিশ্বাস তিনি মানুষের পক্ষে রয়েছেন, মানুষই তাঁকে রক্ষা করবেন।

মমতার ‘অফার’ প্রশান্তকে

মমতার ‘অফার’ প্রশান্তকে

উল্লেখ্য, লোকসভা ভোটের পরই প্রশান্ত কিশোরকে তৃণমূলের ভোটকৌশলী নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ বিধানসভা ও আসন্ন পুরসভা ভোটের দিকে চেয়ে তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল। এবার থেকে প্রশান্ত কিশোরের সঙ্গে কনভয় ও নিরাপত্তারক্ষী থাকবে। আশঙ্কা করা হচ্ছে তাঁকে টার্গেট করা হতে পারে। গোয়েন্দাদের কাছে এমন রিপোর্ট রয়েছে।

English summary
Prashant Kishor doesn’t take any security by Mamata Banerjee government. He says no need for security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X