For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল! ইংরেজবাজারে পুর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় জল্পনা

ডোমকলের পর এবার ইংরেজবাজার পুরসভা। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় সামিল ১৫ তৃণমূল কাউন্সিল

  • |
Google Oneindia Bengali News

ডোমকলের পর এবার মালদহের ইংরেজবাজার পুরসভা। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় সামিল ১৫ তৃণমূল কাউন্সিলর। ইতিমধ্যেই তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার কথা জানিয়ে জেলাশাসক এবং সদর মহকুমারশাসককে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কাউন্সিলররা।

এবার অনাস্থা ইংরেজবাজারে

এবার অনাস্থা ইংরেজবাজারে

ডোমকলের পর এবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল পরিচালিত অপর পুরসভা ইংরেজবাজারে। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জেলাশাসকের কাছে অনাস্থার কথা জানিয়েছেন ১৫ তৃণমূল কাউন্সিলর।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাতাহাতি হয়

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাতাহাতি হয়

মাসখানেক আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বর্তমান পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের সঙ্গে প্রাক্তন পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর হাতাহাতি হয়। উত্তেজনা ছড়ায় ইংরেজবাজার পুরসভা
চত্বরে।

লোকসভা ভোটের পর থেকেই 'টালমাটাল' ইংরেজবাজার পুরসভা

লোকসভা ভোটের পর থেকেই 'টালমাটাল' ইংরেজবাজার পুরসভা

লোকসভা ভোটের পর থেকেই কার্যত টালমাটাল ২৯ আসন বিশিষ্ট ইংরেজবাজার পুরসভায়। দক্ষিণ মালদহ কেন্দ্রের অধীন ইংরেজবাজার শহর থেকে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী
৯৬ হাজার ভোটে লিড পেয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ওয়ার্ড থেকেই ব্যাপক ভোট পেয়েছিল বিজেপি।

একমাস আগে অপসারিত ডোমকলের পুরপ্রধান

একমাস আগে অপসারিত ডোমকলের পুরপ্রধান

প্রায় একমাস আগে ডোমকল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হয়েছিলেন সৌমিক হোসেন। অস্থানায় হাজির তৃণমূলের ১৫ জন কাউন্সিলরই সৌমিক হোসনের বিরুদ্ধে ভোট দেন। প্রসঙ্গত সৌমিক হোসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

English summary
Portion of TMC Councillors of EnglishBazar Municipality brings no trust vote against Chairman.Sources said, 15 TMC councillors supported this no trust move
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X