For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি! এসডিওকে জুতো সরকারি কর্মীদের

নিরাপত্তার দাবিতে এসডিওকে মারধর করলেন সরকারি কর্মীরা। এসডিওকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়। গায়ে জলও ঢেলে দেওয়া হয়। এই চিত্রই ফুটে উঠেছে রায়গঞ্জে। পরে নিরাপত্তারক্ষীরা এসডিকে উদ্ধার করে নিয়ে যান।

  • |
Google Oneindia Bengali News

নিরাপত্তার দাবিতে এসডিওকে মারধর করলেন সরকারি কর্মীরা। এসডিওকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়। গায়ে জলও ঢেলে দেওয়া হয়। এই চিত্রই ফুটে উঠেছে রায়গঞ্জে। পরে নিরাপত্তারক্ষীরা এসডিকে উদ্ধার করে নিয়ে যান। এদিকে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত না করা হলে, বৃহস্পতিবার ভোটগণনায় তাঁরা যাবেন না বলে জানিয়ে দিয়েছেন রায়গঞ্জের সরকারি কর্মীরা।

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি! এসডিওকে জুতো সরকারি কর্মীদের

ভোটগণনার দিন বাড়তি নিরাপত্তার দাবি। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটগণনার দাবি। সেই দাবিতেই আক্রান্ত হলেন, এসডিও রায়গঞ্জ টিএন শেরপা।
এক পোলিং অফিসার রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবার ও সহকর্মীদের দাবি পোলিং অফিসারকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত দাবি করে বুধবার সকাল থেকে রায়গঞ্জে বিক্ষোভ শুরু করেন ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা। প্রথমে পুলিশকর্মীরা গিয়ে বুঝিয়ে সরাতে পারেননি সরকারি কর্মীদের।
বেলার দিকে সরকারি কর্মীদের সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন এসডিও রায়গঞ্জ টিএন শেরপা। এই সময়ই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন সরকারিকর্মীরা। এসডিও-কে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়। জলও দেওয়া হয় এসডিও-র গায়ে।

পরে এসডিও টিএন শেরপা জানান, তিনি কথা বলতে এসেছিলেন সরকারি কর্মীদের সঙ্গে।

বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এসডিও-র নিগ্রহের নিন্দা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার দাবি নিয়ে সরকারিকর্মীদের দাবিটাতে সঠিক তা মনে করাতে তাঁরা ভোলেননি।

English summary
Polling Staffs of Raigunge hackle SDO for the demands of Security on Counting of Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X