For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভাষণ থেকে বাঙালিদের শ্রদ্ধা, বাংলার মন জয়ের চেষ্টা মোদীর

'আমার প্রিয় ভাই ও বোনেরা।' এই শব্দবন্ধ দিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

'আমার প্রিয় ভাই ও বোনেরা।' এই শব্দবন্ধ দিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের সভায় বড়মা বীণাপানি দেবীর সঙ্গে দেখা করার পরে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর সেখানে বক্তব্যের শুরুতেই বাংলায় কয়েক লাইন কথা বলেন তিনি।

বাংলায় ভাষণ থেকে বাঙালিদের শ্রদ্ধা মোদীর

মোদী বলেন, এই ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি। এই মাটি ঠাকুর গুরুচাঁদের মাটি। এই বনগাঁর মাটি বিভূতিভূষণের মাটি। এই মাটিকে আমার প্রণাম।

প্রধানমন্ত্রী এরপরে হিন্দিতে বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত সকলকে ও সভায় আসা জনতাকে ধন্যবাদ জানান। তবে যে স্টাইলে মোদী বাংলা বলেছেন, তাও কোনও স্ক্রিপ্ট না দেখে তাতে সকলে অবাক হয়ে যান। মাঠভর্তি জনতাও প্রধানমন্ত্রীকে প্রথমবার দেখায় যতটা হতবাক ছিল, বাংলা শুনে মোহিত হয়ে যায়।

এদিন প্রধানমন্ত্রী বাংলার মনীষীদেরও সম্মান জানান। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, চৈতন্য মহাপ্রভু, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজি নজরুল ইসলাম ও শ্যামাপ্রসাদের জন্ম নেওয়া এই বাংলাকে তাঁর প্রণাম জানান প্রধানমন্ত্রী।

মতুয়াদের প্রশংসা করে মোদী বলেন, এই সমাজ সামাজিক আন্দোলন করে উঠে এসেছে। সাম্যের সেই ভাবনাই সারা দেশে সঞ্চারিত হয়েছে। মঞ্চ থেকে বড়মাকেও ধন্যবাদ জানিয়েছেন মোদী। সবমিলিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় কথা বলে সকলের মন জয় করে নিয়েছেন মোদী।

English summary
PM Modi speaks in Bengali at Thakurnagar Matua Maha Sangh programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X