For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না অর্পিতা, আজ আদালতে কোন আর্জি জানাবে 'অপা'

মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না অর্পিতা, আজ আদালতে কোন আর্জি জানাবে 'অপা'

Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের হাজিরা আদালতে। আজ ফের জামিনের আর্জি জানাবেন তাঁরা। পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার ভিত্তিতে জামিনের আর্জি জানাবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তবে সশরীরে হাজিরা করা হবে না তাঁদের। ভার্চুয়াল হাজিরা হবে পার্থ-অর্পিতার।

আজ ফের আদালতে 'অপা'

আজ ফের আদালতে 'অপা'

আজ ভার্চুয়ালি ইডির বিেশষ আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। এক মাসের জেল হেফাজতেক মেয়াদ শেষ হচ্ছে আজই। এর আগে সিবিআইয়ের মামলা সশরীরে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল। সেসময় আদালতে ঢোকার মুখে তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূলই জিতবে। এই নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছিল। তাহলে কি দল তাঁকে দূরে সরিয়ে দিলেও দলের হাল ধরেই বাঁচার চেষ্টা করছেন পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে একেবারেই ব্যক্তিগত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

জামিনের আর্জি জানাবেন পার্থ

জামিনের আর্জি জানাবেন পার্থ

আজ আদালতে ফের জামিনের আর্জি জানাবেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে যে মূল যুক্তিতে জামিনের আর্জি জানাবেন তাতে রয়েছে ইডি এখনও পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির পোক্ত প্রমাণ পায়নি। চার্জশিটেও নাম নেই পার্থ চট্টোপাধ্যায়ের। তাহলে তাঁকে জামিন দেওয়া হবে না কেন তা নিয়ে সওয়াল করবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কারণটিও দেখানো হবে বলে জানা গিয়েছে।

 বিরোধিতায় পোক্ত প্রমাণ পেশ করবে ইডি

বিরোধিতায় পোক্ত প্রমাণ পেশ করবে ইডি

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আর্জির বিরোধিতায় প্রস্তুত ইডিও। সূত্রের খবর ইডির পক্ষ থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় একাধিক প্রমাণ দেওয়া হবে আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার না হলেও তিনি যে নিয়োগ দুর্নীততে জড়িত তা প্রমাণ করতে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ দেবে ইডি। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাবশালী তত্ত্বকেও জোড়ালো করে আদালতে পেশ করতে চলেছে ইডি। কোনও ভাবেই যাতে পার্থ চট্টোপাধ্যায় জামিন না পান তার চেষ্টায় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে ইডি।

অপার জামিন কি মঞ্জুর হবে?

অপার জামিন কি মঞ্জুর হবে?

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করলেও ইডি অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের কি বিরোধিতা করবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করবে ইডি। আদালতে অর্পিতার আইনজীবী তাঁর মায়ের সঙ্গে দেখা করার আর্জি জানাতে চলেছেন। গ্রেফতার হওয়ার পর থেকেই অর্পিতার মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

মেঘালয়-অসমের পর এবার সীমানা সংঘাত চরমে কর্নাটক-মহারাষ্ট্রের, সুপ্রিম শুনানির আগেই দিল্লিতে বোম্মাইমেঘালয়-অসমের পর এবার সীমানা সংঘাত চরমে কর্নাটক-মহারাষ্ট্রের, সুপ্রিম শুনানির আগেই দিল্লিতে বোম্মাই

English summary
Partha Chatterjee and Arpita Mukherjee will apear court today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X