For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশাল মিডিয়ায় ভাইরাল ‘নিপা-মেসেজ’, আতঙ্কগ্রস্থ শিলিগুড়ি, কী এমন লেখা মেসেজে

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিপা ভাইরাস নিয়ে একটি মেসেজ। এই মেসেজ পড়ে আতঙ্কিত হয়ে তা মুহুর্মুহু শেয়ার করা হচ্ছে।

Google Oneindia Bengali News

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিপা ভাইরাস নিয়ে একটি মেসেজ। এই মেসেজ পড়ে আতঙ্কিত হয়ে তা মুহুর্মুহু শেয়ার করা হচ্ছে। গোটা শিলিগুড়ি এই মেসেজে আতঙ্কগ্রস্থ। কিন্তু কী ছিল মেসেজে, যে মেসেজ পড়ে আতঙ্ক গ্রাস করেছে পুরো একটা শহরকে। খোঁজ নিয়ে জানা যায়- এই মেসেজের তথ্য আদৌ সত্য নয়। সম্পূর্ণ ভুয়ো এই মেসেজ।

সোশাল মিডিয়ায় ভাইরাল ‘নিপা-মেসেজ’, আতঙ্কগ্রস্থ শিলিগুড়ি, কী এমন লেখা মেসেজে

মেসেজে যা লেখা হয়েছিল তার সারবস্তু ছিল- 'শিলিগুড়িতে নিপা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। লিচু খেয়ে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে। এইরকম চলতে থাকলে এক সপ্তাহের মধ্যে হাজারখানেক মানুষ মারা যাবেন।' আর এই মেসেজ পড়েই আতঙ্ক শহরে। এই মেসেজের ফলে প্রশাসনও তটস্থ হয়ে ওঠে। খোঁজ নিয়ে জানা যায় এমন কোনও ঘটনা ঘটেনি। শহরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়নি কেউই।

রবিবার সকাল থেকে শিলিগুড়িতে কথায় কথায় ছড়িয়ে পড়ে নিপা আতঙ্ক। আর এই আতঙ্ক ছড়িয়ে পড়ার মূলে ওই মেসেজ। মেসেজটিতে ডা. কৃষ্ণেন্দু দে নামে একজন চিকিৎসকের নাম করে সতর্কবাণীও দেওয়া হয়। কী কারণে নিপা ভাইরাস ছড়াচ্ছে, তা থেকে বাঁচতে কী করা দরকার, এই নিপা ভাইরাস থেকে কী ঘটতে পারে- সবকিছু বলা রয়েছে লম্বা ওই মেসেজে। এমনও বলা হয়েছে লিচু খেয়ে নিপায় আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছে শিলিগুড়ি জেলা হাসাপাতাল। এমনকী ডাক্তার সেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করা হয়।

এরপরই মেসেজটি পেয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার অমিতাভ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সাফ জানান, সম্পূর্ণ ভিত্তিহীন ওই মেসেজ। এমন কোনও খবর নেই আমাদের কাছে। শিলিগুড়ি হাসপাতাল ও ডা. কৃষ্ণেন্দু দে-কে ঘিরে এই মেসেজের কোনও সারবত্তা নেই। এরপর ডা. কৃষ্ণেন্দু দে বিবৃতি দিয়ে জানান, কেউ তাঁর নামে বদনাম করার চেষ্টা করছে। চারবছর ধরে শিলিগুড়ি হাসপাতালের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেও জানান তিনি।

এই বিষয়টিতে শিলিগুড়ির মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনিও আশ্বস্ত করে জানিয়েছেন, যে বা যারা এই কাজ করেছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানানো হবে। রাজ্যের স্বাস্থ্য দফতরেও বিষয়টি জানানো বয়েছে। কেউ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, সেই বার্তাও দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতর থেকে।

English summary
Nipah Virus spread in Siligiuri, this is a fake message. Panic is spread in Siliguri for this fake message,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X