For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ কোটি টাকার তোলাবাজি! টানা তিন ঘণ্টা জেরার পর সিবিআই জালে অপূর্ব

টানা তিন ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল পৈলান গোষ্ঠীর কর্ণধার অপূর্ব সাহাকে। মঙ্গলবার ভাইফোঁটার দিন তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা।

  • |
Google Oneindia Bengali News

টানা তিন ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল পৈলান গোষ্ঠীর কর্ণধার অপূর্ব সাহাকে। মঙ্গলবার ভাইফোঁটার দিন তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। তাঁর বিরুদ্দে ৫০০ কোটি টাকা তোলাবজির অভিযোগ ছিল। সিবিআই তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে, তিনি তদন্ত কোনও সহযোগিতা করছেন না।

৫০০ কোটি টাকার তোলাবাজি! সিবিআই জালে অপূর্ব

সিবিআই তাঁর কাছ থেকে তাঁর সংস্থা সম্পর্কিত আরও কিছু তথ্য জানতে চান। কিন্তু তিনি সেই তদন্তে কোনওরকম সাহায্য করেননি। তাই তদন্তে অসহযোগিতা কারণ দর্শিয়ে অপূর্ব সাহাকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রিয়েল এস্টেটের নাম করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলা তোলেন পৈলান-কর্তা।

এই অভিযোগে তদন্ত শুরু হল পৈলান কর্তার বিরুদ্ধে। সিবিআইয়ের হাতে ওঠে তদন্তভার। তদন্ত চলাকালীনই পৈলান গ্রুপের অন্তম কর্ণধার পলাতক হয়ে যান। এরপর গোপন সূত্রে তাঁর গতিবিধি জানতে পেরে ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লি থেকে কলকাতায় ফেরার পথে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

English summary
Pailan group director Apurba Saha is arrested by CBI due to taking 500 crore bribe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X