For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্মলা সীতারমনের বাজেট-বক্তৃতাকে সিনেমার সঙ্গে তুলনা নুসরতের, কঠোর সমালোচনা

অর্থমন্রীেই নির্মলা সীতারমনের বাজেট ভাষণকে সিনেমার সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই বাজেটে দেশের অর্থনৈতিক বা কর্মক্ষমতার উন্নতির জন্য কোনও দৃঢ় পদক্ষেপ নেই।

  • |
Google Oneindia Bengali News

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণকে সিনেমার সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই বাজেটে দেশের অর্থনৈতিক বা কর্মক্ষমতার উন্নতির জন্য কোনও দৃঢ় পদক্ষেপ নেই। আবার কৃষক সমাজ কেন্দ্রের মোদী সরকারের দ্বারা অবহেলিত হল। আর এই দুর্দশা দেখে গভীর মর্মাহত হয়েছি আমরা।

সীতারমনের বাজেট-বক্তৃতাকে সিনেমার সঙ্গে তুলনা নুসরতের

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে বাংলার অভিনেত্রী-সাংসদ লেখেন, এ যেন সিনেমা। সিনেমার সময়কেও হার মানিয়ে দেয় বাজেট বক্তৃতা। কিন্তু সিনেমার মতো দীর্ঘ সময় ব্যয় করেও কোনও কাজের কাজ হল না। দেশবাসী বাজেট থেকে পেল না কিছুই। গরীবরা কিছুই পেল না।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বাজেট প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় সরকার কীভাবে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, তা দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে দেখিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী।

মমতা বলেন, এই সরকার যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের বিলোপ ঘটানোর পরিকল্পনা করছে, তা দেখে আমি হতবাক ও হতভম্ব। এই বাজেট দেখে মনে হচ্ছে, এটি সুরক্ষা বোধের সমাপ্তি এবং একটা যুগের সমাপ্তি ঘটানোরও প্রয়াস বটে। তা না হলে কেন্দ্রের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়।

লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় বাজেটের। তিনি বলেন, এই বাজেটে কোনও দিশা নেই। অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসার যেমন কোনও দাওয়াই নেই, তেমনই সুরক্ষার প্রশ্নেও এই বাজেট দিশাহীন। এই বাজেটে ঐতিহ্যশালী সংস্থাগুলিকে রুগ্ন করে দেওয়ার চক্রান্ত রয়েছে বলেই অভিমত তাঁর। সমালোচনা করেন ডেরেক ও-ব্রায়ান, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা।

English summary
Nusrat Jahan criticizes Nirmala Sitaraman’s Budget speech Like Cinema. She was not in Parliament but criticizes the budget on her tweeter page.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X