For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেরিতে বেড টি পেয়ে ঘুম ভাঙল অনেক বেলায়! আসনসোলে ভোট-হিংসার খবর জানেনই না মুনমুন

আসনসোলে এদিন সকাল থেকেই ব্য়াপক মারধর উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপি সাংসদ তথা প্রার্থী বাবুল সুপ্রিয়োর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।

  • |
Google Oneindia Bengali News

আসনসোলে এদিন সকাল থেকেই ব্য়াপক মারধর উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপি সাংসদ তথা প্রার্থী বাবুল সুপ্রিয়োর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। তৃণমূলের সঙ্গে বিজেপির এই সংঘর্ষের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাওয়া হয় আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের।

দেরিতে বেড টি পেয়ে ঘুম ভাঙল অনেক বেলায়! আসনসোলে ভোট-হিংসার খবর জানেনই না মুনমুন

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এদিন আসানসোলের হিংসা প্রসঙ্গে মুনমুন সেন বলেন, 'আমি কিছু শুনিনি..' কারণ তিনি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে ছিলেন বলে জানান তৃণমূল প্রার্থী। তিনি এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন,'আমাকে খুব দেরিতে বেড টি দেওয়া হয়েছে , তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি কী বলব? আমি সত্যিই কিছু জানি না।'

[আরও পড়ুন: অনুব্রতকে কমিশনের নজরবন্দি! সিদ্ধান্ত জানিয়ে দিল হাইকোর্ট][আরও পড়ুন: অনুব্রতকে কমিশনের নজরবন্দি! সিদ্ধান্ত জানিয়ে দিল হাইকোর্ট]

উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্তও বিপক্ষ বাবুল সুপ্রিয়োর সঙ্গে সৌজন্যের রাজনীতিতে দেখা গিয়েছিল মুনমুন সেনকে। তবে এদিন তিনি বাবুল সুপ্রিয়োর নামই শুনতে চাইছেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন। স্পষ্ট ভাষায় মুনমুন সেন বলেন ' ওঁর নাম বলবেন না প্লিজ , তাহলে আমি কথাবলব না।' বাংলায় হিংসা নিয়ে প্রশ্ন করতেই মুনমুন বলেন, গোটা দেশেই এমন চলছে শুধু বাংলায় নয়।

[আরও পড়ুন: 'তাড়াতাড়ি হাত চালা', কমিশনকে তোয়াক্কা না করেই ঘরে বসে ফোন 'নজরবন্দি' অনুব্রতর ][আরও পড়ুন: 'তাড়াতাড়ি হাত চালা', কমিশনকে তোয়াক্কা না করেই ঘরে বসে ফোন 'নজরবন্দি' অনুব্রতর ]

English summary
"No Bed Tea...": Moon Moon Sen On Why She Was Unaware Of Asansol Violence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X