For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বান্ধবীকে শ্লীলতাহানি, মারধোরের অভিযোগ No Vote To BJP-গ্রুপের একজন নির্মাল্য সেনগুপ্তের বিরুদ্ধে

বান্ধবীকে শ্লীলতাহানি, মারধোরের অভিযোগ No Vote To BJP-গ্রুপের একজন নির্মাল্য সেনগুপ্তের বিরুদ্ধে

  • |
Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের আগে 'No Vote To BJP' বলে একটি প্রচার শুরু হয়৷ বামপন্থী ও বিজেপি বিরোধীরা এই প্রচারের মূলে ছিলেন৷ এই প্রচারের উদ্যোক্তাদের অন্যতম দাবি ছিল, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলা সুরক্ষা নষ্ট হয়ে যাবে৷ কিন্তু এই 'নো ভোট টু বিজেপি' গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য নির্মাল্য সেনগুপ্তের বিরুদ্ধেই এবার মহিলাকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠল। দিশা ঘোষ নামে এক মহিলার দাবি তিনি নির্মাল্যর বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন!

বান্ধবীকে শ্লীলতাহানি, মারধোরের অভিযোগ No Vote To BJP-গ্রুপের একজন নির্মাল্য সেনগুপ্তের বিরুদ্ধে

কী হয়েছিল ঘটনাটা?

২৪ অগাস্ট একটি ফেসবুক পোস্টে দিশা ঘোষ একটি বিস্ফোরক অভিযোগ করেন৷ ওই পোস্টে তিনি লেখেন, 'প্রত্যেকবারের মত এবারেও আমি আমার টীম নিয়ে উত্তরাখন্ড ট্রেক করতে গেছিলাম। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুন্ড সাহিব, যোশীমঠ হয়ে ব্যাক। গত ২১শে অগাস্ট, ২০২১ রাত্রে যোশীমঠে নির্মাল্য সেনগুপ্ত প্রথমে আমায় মলেস্ট করে এবং তার প্রতিবাদ করার জন্য কিছুক্ষণ পরে আমার উপর চড়াও হয়ে আমার চোখ ফাটিয়ে দেয়। এর প্রতিবাদ করতে এলে আমার বন্ধু সায়ন্তনও আহত হয়। কিন্তু আঠাশ জনের টীমকে পরেরদিন হরিদ্বার থেকে ট্রেন ধরতে হত বলে সেখানে আমি কোনও ইমিডিয়েট লিগাল স্টেপ নিতে পারিনি।'

দিশা আরও বলেন!

এরপর দিশা আরও যোগ করেন, 'আমার শরীরের কেমন অবস্থা ছিল সেটাও আশা করি ছবি দেখে বুঝতে পারছেন। গতকাল আমরা হাওড়া তে নামার সাথেসাথে হাসপাতালে যাই এবং আমার চোখের পরীক্ষা করাই। আমি এখনও আংশিকভাবে দেখতে পারছি না, চোয়ালে অসম্ভব ব্যথা, অর্বাইটাল সিটি স্ক্যান করতে বলা হয়েছে এবং এক সপ্তাহের আগে আমার চোখ ঠিক হবে কি না সেই নিয়ে কিছু বলা যাচ্ছে না। কষ্টের ব্যাপার হল এই ক্রাইম করার পরেও নির্মাল্য'র ভেতরে কোনও অনুতাপ আসে না, বরং সে ও তার স্ত্রী উলটে আমার এবং যারা আমাকে সাপোর্ট করছে তাদের নামে মিথ্যে কুৎসা রটাতে থাকে। আমাদের বন্ধুদের ভুলভাল কথা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করে ও ঘুরিয়ে ব্ল্যাকমেল করতে থাকে যাতে আমি কোনও লিগাল স্টেপ না নেই৷ নির্মাল্য বোঝেনি যে মলেস্টেশনের প্রতিবাদ করেছে সে ওর ফালতু হুঙ্কারকেও ভয় পাবে না। নির্মাল্য সেনগুপ্ত'র বিরূদ্ধে থানায় কেস করা হয়েছে। আমার সাথে যা হয়েছে তার শাস্তি ও পাবে। আপনাদেরও বলছি, মলেস্টারদের ভয় পাবেন না।'

নির্মাল্য কী গ্রেফতার হয়েছেন?

এরপরই একাধিক সংবাদমাধ্যম এবং ফেসবুকে প্রকাশিত হয়, দিশাকে আক্রমণ করার দোষে গ্রেফতার হয়েছেন পেশায় পোর্টালকর্মী নির্মাল্য সেনগুপ্ত।

ওয়ানইন্ডিয়া বাংলাকে কী বললেন নির্মাল্য!

গ্রেফতারি ও তাঁর বিরুদ্ধে দিশার আনা অভিযোগ নিয়ে নির্মাল্যকে প্রশ্ন করা হলে তিনি ওয়ানইন্ডিয়াবাংলাকে বলেন, ' না আমি অ্যারেস্ট হইনি, আমার উকিলের নির্দেশে এর বেশি কিছু আমি বলতে পারবো না। তবে আমি অ্যারেস্ট হইনি৷' একইসঙ্গে নির্মাল্য বলেন, 'আমি সবাইকেই বলেছি, আপনাকেও বলছি এটা পুরো ষড়যন্ত্র, আমি কিছু করিনি।' এরপর নির্মাল্যকে প্রশ্ন করাহয় আপনার দাবি মতো যারা আপনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন তাঁদের বিরুদ্ধে আপনি কি কোনও আইনি ব্যবস্থা নেবেন? উত্তরে নির্মাল্য বলেন, 'হ্যাঁ নিশ্চয় ব্যবস্থা নেবো।'

কী বলছে NO Vote To BJP গ্রুপের অন্যরা?

নির্মাল্যর ঘটনা সামনে আসার পরই 'নো ভোট টু বিজেপি' গ্রুপের পক্ষ থেকে একটি ফেসবুক।পোস্টে লেখা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা মনে করি কোনও শ্লীলতাহানিকারী এবং
শারীরিক নির্যাতনকারী ব্যাক্তি কর্তৃক ফ্যাসিজম তথা অন্য যে কোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব নয়। নির্মাল্য সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিল, কিন্তু ওর বিরুদ্ধে অভিযোগ সমানে আসার পর আমরা ওঁর অপরাধের প্রতিবাদ করছি৷ ভবিষ্যতে ওঁর সঙ্গে 'নো ভোট টু বিজেপি'র কোনও রকম সম্পর্ক থাকবে না।'

English summary
Before the 2021 assembly elections, a campaign called 'No Vote To BJP' started Leftists and BJP opponents were at the heart of the campaign One of the campaigners' demands was that women's security would be compromised if the BJP came to power in the state. But Nirmalya Sengupta, one of the most active members of the 'No Vote to BJP' group, was accused
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X