For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে আন্দোলন দমনে শক্ত হাতে রাশ ধরেছে পুলিশ, গ্রেফতার যুবমোর্চা নেতাসহ ৯

বিমল গুরুং পাহাড়-ছাড়া। দল আড়াআড়ি ভাগে দু-ভাগ। ফলে ব্যাকফুটে চলে গিয়েছে মোর্চার আন্দোলন। লাগাতার ধড়পাকড় চলছে।

  • |
Google Oneindia Bengali News

অশান্তির শেষ নেই। প্রতিদিনই একটা না একটা ঘটনায় হিংসা ছড়াচ্ছে পাহাড়ে। উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। মোর্চা যত চাপে পড়ছে, ততই পাহাড়কে অশান্ত করে তুলছে। এই অবস্থায় এবার শক্তহাতে রাশ ধরল পুলিশ-প্রশাসন। শুক্রবার দার্জিলিংয়ের চকবাজারে মোর্চা-পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় পাহাড়ে ৯ জনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে রয়েছেন এক যুবমোর্চা নেতাও।

পাহাড় আন্দোলন দমনে শক্ত হাতে রাশ ধরেছে পুলিশ, গ্রেফতার যুবমোর্চা নেতাসহ ৯

দার্জিলিংয়ে অশান্তির পরই পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ তল্লাশিতে নেমে পাহাড়ে বিস্ফোরক তৈরির কারখানার হদিশ পায়। তারপর তল্লাশি অভিযান ব্যাপকমাত্রায় বাড়িয়ে দেয় পুলিশ। তারপরই সাফল্য আসে। পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে কার্শিয়াং থেকে সাত জন ও দার্জিলিং থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

বিমল গুরুং পাহাড়-ছাড়া। দল আড়াআড়ি ভাগে দু-ভাগ। ফলে ব্যাকফুটে চলে গিয়েছে মোর্চার আন্দোলন। লাগাতার ধড়পাকড় চলছে। মুখ্যমন্ত্রীর বৈঠকের দিন যতই এগিয়ে আসছে অশান্তি পাকিয়েই চলেছে মোর্চার কর্মী-সমর্থকরা। বিমল গুরুং দূর থেকেই ইন্ধন দিচ্ছে এই অশান্তিতে।

বনধ বিরোধী মিছিলও বের হচ্ছে। পাহাড়ের অন্যদলগুলিও সক্রিয় হয়ে রাস্তায় নামছে বনধের বিরোধিতায়। এতেই প্রশাসন অনেক সাহস পেয়েছে। ফলে মোর্চার পৃথক রাজ্যের দাবি এবং বনধ প্রত্যাহারের বিরোধিতা ক্রমশই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে।

English summary
Nine Gorkha Janmukti Morcha workers are arrested in alleged of spread violence at hill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X