For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার তৈরি হচ্ছে 'নব নবান্ন', বিস্তারিত জেনে নিন

নবান্নের কাছেই এবার তৈরি হতে যাচ্ছে নব নবান্ন। ইতিমধ্যেই জমি পরিদর্শন করেছেন মুখ্যসচিব। পূর্ত দফতরকে নকশা তৈরি করতে বলা হয়েছে। নবান্নের বাইরে থাকা দফতরগুলিকে সেখানে নিয়ে গেলে সময় ও খরচ উভয়ই বাঁচবে

  • |
Google Oneindia Bengali News

মহাকরণের সংস্কারের কাজ শেষ হয়ে গেলে, মুখ্যমন্ত্রী কি আদৌ ফিরবেন মহাকরণে। সরকারি একটি সিদ্ধান্তের জেরে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সরকারি মহলে। যদিও সিদ্ধান্তটি এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে।

সেক্ষেত্রে মহাকরণকে ' হেরিটেজ ভবন' হিসেবে রেখে দেওয়ার সম্ভাবনা।

এবার তৈরি হচ্ছে 'নব নবান্ন'

বাম আমলে জায়গার অভাবে অনেক সরকারি দফতরকেই মহাকরণ থেকে সরিয়ে সল্টলেকসহ কলকাতার বিভিন্ন জায়গায় সরানো হয়। মহাকরণের সংস্কারের জন্য বাম আমলে তৈরি করা ভবনে সরে গেলেও সব দফতরকে সেখানে সরানো যায়নি। বেশির ভাগ দফতর এক জায়গায় কিংবা কাছাকাছি থাকলে সুবিধা হয়। যাতায়াতে সময় কম লাগে। খাটনিও সেরকম হয় না। তাই নবান্নের কাছেই মন্দিরতলা যাওয়ার রাস্তার পাশে থাকা খাস জমি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন মুখ্যসচিব মলয় দে। প্রাথমিক পছন্দের পর পূর্ত দফতরকে নকশা তৈরি করতেও বলা হয়েছে।

নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, দফতরগুলিকে কাছাকাছি আনতে নবান্নের কাছেই জমির খোঁজ চলছিল। আপাতত জমি মিলেছে। পূর্তদফতরের কাছ থেকে নকশা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

English summary
New Nabanna will set up near Nabanna for smooth functioning of work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X