For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ভোট প্রচারে শহরের রাজপথে হাঁটবেন মোদী, উত্তর ও দক্ষিণ কলকাতায় পদযাত্রার কর্মসূচি প্রধানমন্ত্রীর

এবার ভোট প্রচারে শহরের রাজপথে হাঁটবেন মোদী, উত্তর ও দক্ষিণ কলকাতায় পদযাত্রার কর্মসূচি প্রধানমন্ত্রীর

Google Oneindia Bengali News

বাঙালি প্রমাণে শেষ পর্যন্ত শহরের রাজপথে পদযাত্রা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দুই দফার ভোটের আগে আগে কলকাতায় প্রচারে এসে পদযাত্রা করবেন তিনি। বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। বাংলায় বরাবরই পায়ে হেঁটেই মিটিং মিছিল করে থাকে রাজনৈতিক দলগুলি। শহর কলকাতার ভোটারদের মন জয়ে শেষ পর্যন্ত সেই হেঁটেই পদযাত্রা করার সিদ্ধান্ত নিতে হল মোদীকে। যকও এখনও কর্মসূচি চূড়ান্ত হয়নি। সূত্রের খবর আগামী ২৩ ও ২৪ এপ্রিল উত্তর ও দক্ষিণ কলকাতায় দুই জায়গাতেই পদযাত্রা করবেন তিনি।

কলকাতায় পদযাত্রা করবেন মোদী

কলকাতায় পদযাত্রা করবেন মোদী

কলকাতায় পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ অথবা ২৪ এপ্রিল শহরে পদযাত্রা করবেন তিনি। উত্তর ও দক্ষিণ কলকাতা দুই জায়গাতেই সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দুই দফার ভোটে ভোট রয়েছে কলকাতায়। তাই শহরের কৃষ্টি প্রিয় বাঙালির মন জয়ে পদযাত্রাকে আশ্রয় করেছেন মোদী অমিত শাহরা। মোদী নিজেই নাকি সেই ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নাড্ডার পদযাত্রা

নাড্ডার পদযাত্রা

মোদীর পদযাত্রার আগেই পদযাত্রা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর ৫ এপ্রিল শহরে পদযাত্রা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এতোদিন রাজ্যের জেলায় জেলায় গাড়িতে করে রোড শো করেছেন তিনি। এই প্রথম শহরের রাজপথে হেঁটে ভোটারদের মন জয়ের েচষ্টা করবেন জেপি নাড্ডা। তবে নাড্ডার এই পদযাত্রাকে মোদীর পদযাত্রার আগে একটা ট্রায়াল রান বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভোটের দিনেই কেন প্রচারে মোদী

ভোটের দিনেই কেন প্রচারে মোদী

গতকাল নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বেছে বেছে বঙ্গের ভোটের দিনগুলিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করছেন রাজ্যে। এতে নির্বাচনী বিধিভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে নির্বাচন কমিশনে আজ নালিশও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁরা অভিযোগ করেছেন ভোটের দিনগুলিতে মোদী সভা থেকে যেগুলি বলবেন সেগুলি ভোটারদের প্রভাবিত করতে পারে।

কমিশনে মমতার বিরুদ্ধে নালিশ

কমিশনে মমতার বিরুদ্ধে নালিশ

এদিকে বিজেপির প্রতিনিধিদল গিয়ে নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নািলশ জানিয়ে এসেছে। তাঁরা অভিযোগ করেছেন ১৪৪ ধারা জারির পরেও ২ ঘণ্টা বুথে ধর্না দিয়ে ভোট প্রভাবিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর উপস্থিতির কারণে দীর্ঘক্ষণ ভোট দিতে যেতে পারেননি ভোটাররা। ভোটদানের হার কমে গিয়েছিল।

ভেঙে বুথে ধর্না দিতে পারেন না মমতা, কমিশনে পাল্টা নালিশ ঠুকল বিজেপিভেঙে বুথে ধর্না দিতে পারেন না মমতা, কমিশনে পাল্টা নালিশ ঠুকল বিজেপি

English summary
Narendra Modi may be rally Kolkata before polling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X