For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Municipal Election 2022: পুরভোটের আগে বড় ধাক্কা! দল ছাড়লেন অর্জুন সিং-এর ৩ আত্মীয়-বিজেপি প্রার্থী

একদিকে যখন রাজ্যের তিন পুর কর্পোরেশনে নির্বাচন (west bengal municipal election 2022) নিয়ে সরগরম রাজ্য, সেই দিনেই নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছাড়ার কথা জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arju

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন রাজ্যের তিন পুর কর্পোরেশনে নির্বাচন (west bengal municipal election 2022) নিয়ে সরগরম রাজ্য, সেই দিনেই নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছাড়ার কথা জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-এর তিন আত্মীয়। যদিও এখনও ওই তিনজন তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়ার কথা ঘোষণা করেননি।

 প্রার্থীপদ প্রত্যাহার করেছেন সুনীল সিং

প্রার্থীপদ প্রত্যাহার করেছেন সুনীল সিং

এদিন যাঁরা বিজেপির তরফে প্রার্থী পদ প্রত্যাহার করে দল ছাড়ার কথা জানিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং। তবে তিনি দীর্ঘদিন ধরেই বিজেপিতে বেসুরো ছিলেন। তবে দিন কয়েক আগে তাঁকে রাজ্য সরকারের তরফ নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও, তা নেননি তিনি। সেই সময় তিনি তা ফিরিয়েও দেন। তবে আসন্ন পুরসভা নির্বাচনে তিনি উত্তর ২৪ পরগনার গারুলিয়ার ১৮ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী ছিলেন। প্রসঙ্গ তিনি গারুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।

 বিজেপি ছেড়েছেন অর্জুনের ভাইপো এবং ভগ্নিপতির ছেলেও

বিজেপি ছেড়েছেন অর্জুনের ভাইপো এবং ভগ্নিপতির ছেলেও

এদিন প্রার্থী পদ প্রত্যাহার করে দল ছাড়ার কথা জানিয়েছেন গারুলিয়া পুরসভার ১২ ও ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভগ্নিপতির ছেলে আদিত্য সিং এবং ভাইপো সৌরভ সিং। এদিন দলত্যাগ করা তিনজনই জানিয়েছেন বিজেপিতে সম্মান পাচ্ছিলেন না, তাই আত্মসম্মান রক্ষার জন্যই দলত্যাগ। তবে তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা, তা এখনও স্পষ্ট করেননি।

তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা

তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা

এদিন প্রার্থীপদ প্রত্যাহার করা তিন বিজেপি প্রার্থীই তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক এবং ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেন। ফলে এই তিনজন যে ফের তৃণমূলেই ফিরতে চলেছে, তা নিয়ে একরকম নিশ্চিত জেলার রাজনৈতিক মহল। যদিও জেলা তৃণমূলের দুই শীর্ষ নেতাই জানিয়েছেন, তিনজনের তৃণমূলে ফেরা নিয়ে কোনও আলোচনা হয়নি। দলের শীর্ষ নেতৃত্বই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাঁরা। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর।

শক্তি বাড়বে তৃণমূলের

শক্তি বাড়বে তৃণমূলের

এই তিনজন যে তৃণমূলে যোগ দিতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই তিনজন তৃণমূলে যোগ দিলে এলাকায় তৃণমূলের শক্তি বাড়বে। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি ভাটপাড়া-ব্যারাকপুর এলাকায় বিজেপি খানমিক কোনঠাসা হয়ে পড়বে। সাম্প্রতিক সময়ে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেখা গিয়েছিল সুনীল সিংকে। সেই সময়ই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়।

Municipal Election 2022: গ্রামবাসী-প্রার্থীকে ভয় দেখাতে আসানসোলে 'গুলি'! সিপিএম নেতার কন্যার ভিডিও ভাইরালMunicipal Election 2022: গ্রামবাসী-প্রার্থীকে ভয় দেখাতে আসানসোলে 'গুলি'! সিপিএম নেতার কন্যার ভিডিও ভাইরাল

English summary
Arjun Singh's there relatives and BJP candidate quits party in North 24 parganas before Municipal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X