For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভোট চুরি করা নিয়ে বই লিখেছেন মমতা', তৃণমূল সুপ্রিমোকে নিয়ে বিস্ফোরক মুকুল

কাশ্মীরে গিয়ে সমস্যা সমাধান করার কথা গতকালই বলেছিলেন তৃণমবল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে গিয়ে সমস্যা সমাধান করার কথা গতকালই বলেছিলেন তৃণমবল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতার সেই দাবিকে নিশানায় রেখে পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন বিজেপি নেতা মুকুল রায়। এখানেই শেষ নয়, রিগিং থেকে শুরু করে একাধিক ইস্যুতে তিনি তোহ দাগেন তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে।

প্রসঙ্গ রাজীব কুমার!

প্রসঙ্গ রাজীব কুমার!

গতকালই রাজ্যে নির্বাচনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক কে কে শর্মাকে নিয়ে কটাক্ষ করেন মমতা। তিনি একটি ছবি তুলে ধরে দেখান যে আরএসএস এর সভায় এককালে উপস্থিত ছিলেন কেকে শর্মা। প্রশ্ন তোলেন অবজার্ভারের নিরপেক্ষতা নিয়েও। এর পাল্টা তোপে মুকুল রায় রাজীব কুমারের প্রসঙ্গ তোলেন। মমতার ধরনার কলকাতার পুলিশ কমিশনরের উপস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তিনি।

ভোট চুরি

ভোট চুরি

এদিন মুকুল রায়কে রাজ্যে নির্বাচনী সন্ত্রাস নিয়ে প্রশ্ন করলে , তিনি রিগিং এর প্রসঙ্গ তোলেন। এবিষয়ে তিনি বলেন, 'ভোট চুরির বিষয়টি মমতা ভালো বলতে পারবেন, কারণ তিনি এই নিয়ে বই লিখেছেন ।'

' প্রায়শ্চিত্ত করছি'

' প্রায়শ্চিত্ত করছি'

মুকুল রায় এদিন জানান, তৃণমূলের সঙ্গে এককালে তিনি থাকায় এখন তার প্রায়শ্চিত্ত করছেন মুকুল রায়। তিনি বলেন,'২৫ বছর চুরি হচ্ছিল। তার বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াউ করছিলাম। এথন দেখলাম সেটা চুরি ছিল। এখন ডাকাতি চলছে।'

তছরুপ প্রসঙ্গে

তছরুপ প্রসঙ্গে

এদিন বিগত কয়েকটি সরকারের আর্থিক তছরুপ ও বিভিন্ন কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে মুকুল রায় দাবি করেন, বিজেপি সরকারের আমলে এরকম কিছু হয়নি।

English summary
Mukul Roy hits Mamata Banerjee on rigging issue, see video .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X