For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ‘মরীচিকা’র পিছনে ছুটছেন! নেত্রীকে সাবধান ‘বাণী’ প্রাক্তন ‘সেকেন্ড ইন কম্যান্ড’ মুকুলের

কেন্দ্রের মোদী সরকারকে দিল্লির মসনদ থেকে হটাতে উঠে পড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডেরাল ফ্রন্টকে মরীচিকার সঙ্গে তুলনা করলেন মুকুল রায়।

Google Oneindia Bengali News

কেন্দ্রের মোদী সরকারকে দিল্লির মসনদ থেকে হটাতে উঠে পড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে মাথায় রেখেই দেশে তৃতীয় ফ্রন্টের জোর তৎপরতা শুরু হয়েছে। আর সেই বৈঠকে অংশ নিতেই বাংলার মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডেরাল ফ্রন্টকে মরীচিকার সঙ্গে তুলনা করলেন মুকুল রায়।

মমতা ‘মরীচিকা’র পিছনে ছুটছেন! নেত্রীকে সাবধান ‘বাণী’ প্রাক্তন ‘সেকেন্ড ইন কম্যান্ড’ মুকুলের

মঙ্গলবার সকালে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে শিলিগুড়ি গিয়েছেন মুকুল রায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল পায় সাবধান করে দেন মমতাকে। তিনি বলেন, 'তৃতীয় ফ্রন্ট একটা মরীচিকা। কোনওদিন বিকল্প তৃতীয় ফ্রন্ট গড়ে তুলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বহুবার চেষ্টা হয়েছে, আর মরীচিকার মতোই তা উভে গিয়েছে। এবারও তা হবে।'

মমতা ‘মরীচিকা’র পিছনে ছুটছেন! নেত্রীকে সাবধান ‘বাণী’ প্রাক্তন ‘সেকেন্ড ইন কম্যান্ড’ মুকুলের

উল্লেখ্য, এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে জোট নিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা। শারদ পাওয়ারের ডাকে তিনি দিল্লি গিয়েছেন। সেখানে এনডিএ-ত্যাগী চন্দ্রবাবু নাইডু-সহ একাধিক বিজোপি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হবে। আলাদা করে দেখা করতে পারেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও। এই পরিস্থিতিতে মুকুল রায়ের তৃতীয় ফ্রন্ট নিয়ে হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন রামনবমী উৎসব নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন মুকুল রায়। তিনি নিজে নিরস্ত্র মিছিল করলেও, এদিন বলেন, রামনবমী উৎসব ও অস্ত্র নিয়ে মিছিল আজই প্রথম হচ্ছে না। এটা ভারেতর পরম্পরা। যুগ যুগ ধরে চলে আসছে। শিলিগুড়িতে অমিত শাহের সভার আগে মুকুল রায় সাংগঠিনক বৈঠক করবেন।

English summary
Mukul Roy criticizes Mamata Banerjee on the third front issue. Mukul says that third front is just like mirage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X