For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাকেও জেরা করেছিল সিবিআই! মমতাকে বার্তা মোদীর

আমাকেও জেরা করেছিল সিবিআই, আপনিও তৈরি থাকুন! দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

আমাকেও জেরা করেছিল সিবিআই, আপনিও তৈরি থাকুন! দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সিবিআই তদন্তে বাধা দেওয়ার কথা ঘোষণা করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বাধা দেননি

তিনি বাধা দেননি

দুর্গাপুরের সমাবেশে নরেন্দ্র মোদী বলেন তাঁর বিরুদ্ধেও ইউপিএ সরকার সিবিআই তদন্ত করিয়েছিল। সেই সময় তদন্তে তিনি বাধা দেননি। কারণ তিনি ইমানদার। মোদীর ভাষায়, সিবিআইকে বাধা দেননি তিনি। নঘন্টা ধরে তাঁকে জেরা করেছিল রাজ্যস্তরের অফিসার। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, অমিত ভাইকে জেলে পুরে দিয়েছিল ওরা। তা সত্ত্বেও তদন্তকারী সংস্থা গুজরাতে ঢুকতে পারবে না, এমন নির্দেশ
জারি করেননি।

বিব্রত করার চেষ্টা করেছিল ইউপিএ সরকার

বিব্রত করার চেষ্টা করেছিল ইউপিএ সরকার

সিবিআই দিয়ে তাঁকে বিব্রত করার চেষ্টা করেছিল ইউপিএ সরকার। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১২ বছর ধরে কংগ্রেস নেতারা তাঁকে ব্যতিব্যস্ত করে গিয়েছেন বলে অভিযোগ করেছেন মোদী।

ভরসা আছে সংবিধানে

ভরসা আছে সংবিধানে

প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধানে ভরসা রাখেন তিনি। যাঁরা বাধা দিচ্ছেন সিবিআইকে, তাঁদের সম্পর্কে মোদী বলেন, এঁরা নিজেদের কুকীর্তি ফাঁস হওয়ার ভয়েই এই কাজ করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা

সম্প্রতি সিবিআইকে দেওয়া রাজ্যের সম্মতি প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুর্গাপুরের সভা থেকে তারই সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে সিবিআই তদন্তে বাধা দেওয়ায় অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের নামও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এত কিসের ভয়?

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Modi targets Mamata on CBI issue from his Durgapur meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X