For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশোকনগরে নরেন্দ্র মোদীর ফ্লেক্স কাটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ফ্লেক্স কেটে দেওয়া ও বিজেপির ফ্ল্যাগ চুরির অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের কল্যাণগড়ে উত্তেজনা ছড়িয়েছে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ফ্লেক্স কেটে দেওয়া ও বিজেপির ফ্ল্যাগ চুরির অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের কল্যাণগড়ে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির তরফে অশোকনগর থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও, তা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্বও খাড়া করেছে তৃণমূল কংগ্রেস।

অশোকনগরে নরেন্দ্র মোদীর ফ্লেক্স কাটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি নেতাদের অভিযোগ, অশোকনগরের কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কালোবাড়ি ও ১৬ নম্বর ওয়ার্ড বিভিন্ন এলাকায়, রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। একই সঙ্গে বিজেপির দলীয় পতাকাও খুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। বিজেপির অশোকনগর মণ্ডলের সভাপতি শ্যামল সরকার অভিযোগ, এ কাজ স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের।

অশোকনগরে নরেন্দ্র মোদীর ফ্লেক্স কাটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অন্যদিকে, তৃণমূল নেতাদের পাল্টা দাবি, এইসব ব্যাপারে তৃণমূল কংগ্রেস কখনো জড়িত থাকে না। বারাসত লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দিতে না পারায়, বিজেপি নিজেরাই নিজেদের ফ্লেক্স কেটে উত্তেজনা তৈরি চেষ্টা করছে বলেও দাবি শাসক দলের।

English summary
Modi's flex has been damaged in poll bound Ashoknagar, BJP accused TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X