For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গণপিটুনি রাজ্যে! আবার মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের

আসানসোলের সালানপুর এলাকায় গনপিটুনি তে মৃত্যু হল এক যুবকের। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বুধবার সকালে সালানপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছিল ওই যুবক।

  • |
Google Oneindia Bengali News

আসানসোলের সালানপুর এলাকায় গনপিটুনি তে মৃত্যু হল এক যুবকের। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বুধবার সকালে সালানপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছিল ওই যুবক। তাকে ওই ভাবে ঘুরে বেড়াতে দেখে তাকে ছেলেধরা বলে সন্দেহ করে লোকজন। তাকে ধরে গনপিটুনি দিতে শুরু করে তারা। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করতে গেলে পুলিশ কেও মারধর করা হয় ‌ । পুলিশ জানিয়েছে যে ওই যুবক কে উদ্ধার করে আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে যে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে সালানপুর থানার পুলিশ।

ফের গণপিটুনি রাজ্যে! আবার মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য গত শনিবার আসানসোলের হীরাপুর এলাকায় এক মানসিক ভারসাম্য হীন যুবককে একই রকম ভাবে মারধর করা হয়। তাকে উদ্ধার করা হলেও তিন জন সিভিক পুলিশ আহত হয়।
গত মাসে , এই রাজ্যে গনপিটুনি বন্ধ করতে একটি আইন পাস করে রাজ্য সরকার। তারপরেও গনপিটুনি র ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ জেলার সদর ‌শহর বহরমপুর শহরে, থানার কাছেই এক মানসিক ভারসাম্য হীন যুবককে পিটিয়ে মারা হয়। মারধর করার ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়।

[ কমপক্ষে ৪০ জঙ্গির অনুপ্রবেশ! জম্মু ও কাশ্মীরে জারি হাই অ্যালার্ট][ কমপক্ষে ৪০ জঙ্গির অনুপ্রবেশ! জম্মু ও কাশ্মীরে জারি হাই অ্যালার্ট]

এই ঘটনা ঘটে সালানপুরের বেঞ্জামারি এলাকায়। আসানসোলের পুলিশ কমিশনার ডি পি‌ সিং জানিয়েছেন যে তারা এই মারধরের ঘটনার একটি মোবাইল ভিডিও ফুটেজ পেয়েছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং যারা এই মারধরের ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। মানুষদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

 [পাকিস্তানে দুধের দাম ১৪০ টাকা/লিটার ! কাশ্মীর নিয়ে ভাবতে গিয়ে ইসলামাবাদের পরিস্থিতি বেহাল] [পাকিস্তানে দুধের দাম ১৪০ টাকা/লিটার ! কাশ্মীর নিয়ে ভাবতে গিয়ে ইসলামাবাদের পরিস্থিতি বেহাল]

English summary
Mob lynching in Asansol, 1 dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X