For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব্যসাচী আজ কঠিন পরীক্ষায়! বিধাননগরের মেয়রের বিরুদ্ধে 'মঙ্গলে'ই অনাস্থা আনছে তৃণমূল

যাবতীয় রাখঢাক পেরিয়ে আজই সম্ভবত সব্যসাচী দত্তকে নিয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে দিতে পারে তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

যাবতীয় রাখঢাক পেরিয়ে আজই সম্ভবত সব্যসাচী দত্তকে নিয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে দিতে পারে তৃণমূল কংগ্রেস। এদিন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে ঘাসফুল শিবির আনতে চলেছে অনাস্থা প্রস্তাব। মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রাস্তাব আনতে চলেছেন তৃণমূল কাউন্সিলররা।

সব্যসাচী আজ কঠিন পরীক্ষায়! মঙ্গলেই অনাস্থা আনছে তৃণমূল

জানা গিয়েছে, অনাস্থা আনবার জন্য যে এক তৃতীয়াংশ কাউন্সিলরের সমর্থন লাগে ,তা ইতিমধ্যেই তৃণমূল পেয়ে গিয়েছে। ২৮ জন কাউন্সিলর অনাস্থা আনবার নথিতে স্বাক্ষর করেছেন। এদিন দুপুরে ২৮ জন কাউন্সিলরের এই অনাস্থা প্রস্তাব জমা পড়বে বিধাননগরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কাছে। এদিকে, সোমবার থেকেই বলে আসছেন, অনাস্থা আনলে কী হতে পারে তা সময়ই বলবে। এমন এক পরিস্থিতিতে রাজ্য রাজনীতি কোন নাটকীয় মোড় নেয় সেদিকে নজর গোটাা বাংলার।

[আরও পড়ুন:কাটমানি ইস্যুতে বন্দুকের বাট দিয়ে মারধর পড়ুয়াকে, পাতিখালি থেকে পটাশপুরে আহত বহু][আরও পড়ুন:কাটমানি ইস্যুতে বন্দুকের বাট দিয়ে মারধর পড়ুয়াকে, পাতিখালি থেকে পটাশপুরে আহত বহু]

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বিধাননগরের তৃণমূলের মেয়র সব্যসাচী দত্তর বেশ কয়েকটি গতিবিধি অস্বস্তিতে ফেলেছে দলকে। পরিস্থিতি সামাল দিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রবিবারই বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন। তারপরই শোনা যায় সব্য়সাচী দত্তের বিরুদ্ধে তৃণমূলের তরফে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। এরপর সোমবার নিদের দফতরে যান সব্য়সাচী, ততক্ষণে ডেপুটি মেয়রকে তৃণমূলের তরফে মেয়রের কাজ সমলানোর দায়িত্ব দেওয়া হয়। গোটা পরিস্থিতি নিয়ে রীতিমতো বড় রাজনৈতিক জটিলতার মধ্যে রয়েছে বিধাননগর।

[আরও পড়ুন:কর্ণাটক সংকট:গোপন ডেরায় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা, নয়া রিসর্টে জেডিএস নেতারা! নজরে স্পিকার][আরও পড়ুন:কর্ণাটক সংকট:গোপন ডেরায় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা, নয়া রিসর্টে জেডিএস নেতারা! নজরে স্পিকার]

English summary
TMC to bring notrust motion against Sabyasachi dutta today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X