For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরসভা নিয়ে সব্যসাচী গেলেন আদালতে! তাড়াতাড়ি শুনানির সম্ভাবনা

শেষ পর্যন্ত মেয়র সব্যসাচী দত্ত পুরসভায় নিজের অবস্থান নিয়ে ফয়শালার ভবিষ্যত ঠেলে দিলেন আদালতের হাতে।

Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত মেয়র সব্যসাচী দত্ত পুরসভায় নিজের অবস্থান নিয়ে ফয়শালার ভবিষ্যত ঠেলে দিলেন আদালতের হাতে। এদিন পুরসভায় ডেপুটি মেয়রের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অসঙ্গতিতে ভরা ত্রুটিপূর্ণ নোাটিশ, অভিযোগ মেয়র সব্যসাচী দত্তের।

পুরসভা নিয়ে সব্যসাচী গেলেন আদালতে! তাড়াতাড়ি শুনানির সম্ভাবনা

এদিন সকালে হাইকোর্টে আইনজীবীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন মেয়র সব্যসাচী দত্ত। তখনই জল্পনা শুরু হয়েছিল। দিনের শেষে মামলা দায়েরের কথা জানা যায়।

বৃহস্পতিবার সব্যসাচী দত্তের বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়। প্রায় আধঘন্টা দুজনের কথা হয়। সব্যসাচী দত্তের বাড়ি থেকে বেরনোর সময় মুকুল রায় বলেই দিয়েছিলেন পুরসভায় অনাস্থা নিয়ে আলোচনা করতেই তিনি সেখানে এসেছিলেন। এপ্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেছিলেন, রতনে রতন চেনে।

গত রবিবার রাতে মুকুল রায় ও সব্যসাচী দত্তের বৈঠক হয়েছিল বিধাননগর সুইমিং পুল অ্যাসোসিয়েশনে। সেদিন সেখানে একাধিক আইনজীবী উপস্থিতি ছিলেন।

English summary
Mayor Sabyasachi Dutta challenges no confidence motion in High Court. Today he went toHigh Court for consultation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X